দেশের খবর
করোনা অধ্যায়ের ইতি টানতে চলেছে কেন্দ্র, ৩১ মার্চ থেকে উঠে যাচ্ছে কোভিড বিধিনিষেধ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ দু’বছর ধরে করোনার সঙ্গে লড়াই করে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জনজীবন। অতিমারির গ্রাফচিত্র কিছুটা নিম্নগামী থাকায় এবার কোভিড বিধি নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা এক নির্দেশিকা থেকে জানা গিয়েছে, আগামী ৩১মার্চ থেকে দেশে সম্ভবত শেষ হতে চলেছে সংক্রমণ মোকাবিলায় Covid 19 বিধি মেনে চলার যাবতীয় নিয়মাবলি।
তবে এই নিয়মাবলির বিষয়ে ৩১ মার্চের পর থেকে কোনও সরকারি বিধিনিষেধ না থাকলেও সারা পৃথিবী থেকে করোনামুক্তি ঘটেনি। যারফলে জনগণকে প্রকাশ্যে মাক্স পরা এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলার নির্দেশিকা এখনও পালন করতে হবে অনির্দিষ্ট কালের জন্য। এই বিষয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সেক্রেটারি অজয় ভাল্লা জানিয়েছেন, দেশের করোনা পরিস্থিতি আগের তুলনায় বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। এই অবস্থায় কেন্দ্র এবং সব রাজ্য সহ কেন্দ্রশাসিত রাজ্যগুলিতে আগামী ৩১মার্চ থেকে কোভিড বিধি শিথিল করা হবে।
আরও পড়ুন: বিশ্বের ১০০টি দূষিত শহরের মধ্যে ভারতেই রয়েছে ৬৩টি শহর, জেনে নিন এই তালিকায় রয়েছে কোন শহরগুলি
তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা এই নির্দেশিকা সব রাজ্যকেই মেনে চলতে হবে। এছাড়াও পরবর্তীতে সেরকম কোনও পরিস্থিতি তৈরি হলে কোভিড বিধি সংক্রান্ত্র নিয়মাবলি নিয়ে বিস্তারিত তখন জানানো হবে। যদিও সরকারি বিধিনিষেধ তুলে দেওয়া মানেই জনগণের লাগামছাড়া মনোভাব যাতে মাথাচাড়া না দিয়ে ওঠে সেদিকেও নজর দেওয়ার কথা জানানো হয়েছে ওই নির্দেশিকায়। এছাড়াও প্রকাশ্যে হাইজিন মেন্টেন করা সহ সংক্রমণ মুক্ত থাকতে এবং অপরকে সুস্থ রাখতে সবধরণের বিধি মাথায় রাখা জরুরি।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত কোভিড বুলেটিন থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রামিতের সংখ্যা ২৩হাজার ৯১৩ জন। ওই একই সময়ে দেশের Covid 19 পজিটিভিটির হার ০.২৮ শতাংশ। চিন-দক্ষিণ কোরিয়ায় যখন ফের কোভিডের মাথাচাড়া দেওয়ার খবর মিলছে তখন ভারতের কোভিড সংক্রমণের রেশ যথেষ্ট কম।
প্রসঙ্গত, গত দু’বছর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে চিনদেশের উহান প্রদেশে প্রথম কোভিড সংক্রমণের খবর মেলে। তারপর যা ধীরে ধীরে গোটা বিশ্বকে গ্রাস করে। প্রতিদিনই আসছিল বিশ্বজুড়ে মানুষের মৃত্যু মিছিল আর করোনায় কাজ হারানোর খবর। একটা ভাইরাস কোটি-কোটি বিশ্ববাসীর ভবিষ্যৎ ফেলে দিয়েছিল অনিশ্চয়তার মুখে। শুধু বিদেশেই নয়, সংক্রমণ মোকাবিলায় ভারতেও ২০২০ সালের ২৪ মার্চ থেকে লকডাউন জারি করা হয়। তারপর দিন যত এগিয়েছে ততই বেড়েছে দফায় দফায় লকডাউন। যদিও অবশেষে ২০২১ সালের পর থেকে কোভিড বিধি কিছুটা শিথিল করে নেওয়া হয়।