বাংলার খবর
মালদা থেকে বাজেয়াপ্ত জাল আধার কার্ড তৈরির সরঞ্জাম, ধৃত এক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আধার কার্ড জালিয়াতি চক্র হাতেনাতে ধরল মালদার মানিকচক থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে মানিকচকের গোপালপুরের বালুটোলা এলাকায় অভিযান চালিয়ে আধারকার্ড তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সহ এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়।
অধরাকার্ড চক্রের সঙ্গে যুক্ত ধৃতের নাম মজিবুর রহমান (২৪)। জাল আধার কার্ড চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নির্দেশে থানার এএসআই ভঞ্জন ঘোষের নেতৃত্বে পুলিশের দল অভিযান চালায় বালুটোলা গ্রামে। সেখানেই এক ব্যক্তির বাড়িতে বসে রমরমিয়ে চলছিল জাল আধার কার্ড তৈরির এই চক্র।
জাল আধার কার্ড তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার সহ বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী। এলাকার মানুষের থেকে ৫০০ টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরি করছিল ধৃত যুবক। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী ব্যবহার করেই জাল আধার কার্ড তৈরি করা হচ্ছিল। পরবর্তী আইনি প্রক্রিয়া চালাতে রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।