বাংলার খবর
আটকানো গেল না! ৫০ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী সজল ঘোষ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:গত বিধানসভা নির্বাচনের ঠিক পরে বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। লাথি মেরে দরজা ভেঙে সজল ঘোষকে বের করে টানতে টানতে জিপে তুলেছিল পুলিশ। এই বিষয়টি সারা রাজ্যের মানুষ দেখেছিল।
যদিও ঠিক তার কয়েকদিন পর জামিন পান সজল ঘোষ। সেই সজল ঘোষকে পঞ্চাশ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছিল বিজেপি। দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন সজল ঘোষ। ভোটের দিন ৫০ নম্বর ওয়ার্ডে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। তা সত্বেও গণনার দিন সকাল থেকে বিজেপি সমর্থকদের হাসি চওড়া হতে থাকে। গণনার শেষে দেখা যায় শেষ হাসি হাসলেন সজল ঘোষ। তৃণমূলের প্রার্থী মৌসুমি দে কে এক হাজারের বেশি ভোটের ব্যবধান হারিয়ে দেন।
এমনিতেই ৫০ নম্বর ওয়ার্ডে ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূল। তা সত্বেও আটকানো গেল না সজল ঘোষের জয়। জয়ের খবর পাওয়া মাত্র উৎসবে মেতে ওঠে বিজেপি কর্মী, সমর্থকরা। জয়ের পরে সজল ঘোষ বলেছেন, ‘এই জয়ের পরে আমি মানুষের হয়ে গেলাম। মানুষ যখন ডাকবে তখন আমাকে পাবে। সবার সাথে মিলেমিশে কাজ করব।’