বাংলার খবর
এইমসে নিয়োগ দুর্নীতি, বিজেপি বিধায়কের বাড়িতে সিআইডি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার এইমস (AIIMS) হাসপাতালে নিয়োগ দুর্নীতির অভিযোগে বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিল সিআইডি। বুধবার দুপুরে হঠাৎই চাকদহর বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের হরিণঘাটার বাড়িতে হানা দেয় রাজ্য গোয়েন্দা সংস্থার একটি দল। যদিও সেই সময় বিজেপি বিধায়ক বাড়িতে না থাকায় তাঁর পুত্রবধূ অনুসূয়া ঘোষকে দীর্ঘক্ষণ জেরা করেন সিআইডি আধিকারিকরা। তাঁর বয়ানও রেকর্ড করা হয়। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি বিধায়ক বা তাঁর পরিবারের কেউই।
উল্লেখ্য, চাকদহর বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তাঁর পুত্রবধূ অনুসূয়া ঘোষকে কল্যাণী এইমস-এ বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন বলে সম্প্রতি কল্যাণী থানায় অভিযোগ দায়ের হয়েছিল। আদালত সেই অভিযোগের তদন্তভার রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে তুলে দিয়েছিল। সেই মতো বুধবার দুপুর বারোটা নাগাদ সিআইডির চার সদস্যের এক প্রতিনিধি দল বিধায়কের হরিণঘাটার বাড়িতে আসে। যদিও সেই সময় বিধায়ক নিজে বাড়িতে না থাকলেও, যিনি বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ, সেই পুত্রবধূ অনুসূয়া ঘোষ বাড়িতে ছিলেন। গোয়েন্দা দলের আধিকারিকরা তাঁকে দীর্ঘক্ষন জেরা করার পাশাপাশি গোটা বাড়িতেও তল্লাশি চালায় বলে জানা গিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, এদিন প্রায় দেড় ঘণ্টা ধরে অনুসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির আধিকারিকরা। তাঁর সমস্ত বয়ান রেকর্ড করা হয়। পাশাপাশি সেই সময় বাড়িতে উপস্থিত থাকা পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁদেরও বয়ান রেকর্ড করা হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালানোর পর বাড়ি থেকে বেরিয়ে যান সিআইডির আধিকারিকরা।
যদিও এদিনের এই তদন্ত ও জিজ্ঞাসাবাদ নিয়ে দুই পক্ষের কেউই মুখ খুলতে রাজি হননি। অনুসূয়া ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের কী জিজ্ঞাসা করা হয়েছিল, তা জানাতে অস্বীকার করেন গোয়েন্দারা। অপরদিকে বিধায়ক বঙ্কিম ঘোষ এবং তাঁর পুত্রবধূ অনুসূয়া ঘোষ সহ পরিবারের সদস্যরাও এদিনের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তবে সিআইডির এই তল্লাশি অভিযানকে ঘিরে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর বেআইনিভাবে স্কুলে চাকরি পাওয়ার অভিযোগে যখন উত্তাল গোটা রাজ্য, তখনই চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে পুত্রবধূ অনুসূয়া ঘোষকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। শুধু বঙ্কিম ঘোষই নন, রাজ্যের আরও দুই বিজেপি সাংসদ, বিধায়ক সহ মোট আট জনের বিরুদ্ধে বেআইনি ভাবে তাঁদের পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে গত মাসেই কল্যাণী থানায় এফআইআর দায়ের হয়।তাঁদের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি-রোধ আইন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। গত ২ জুন পুলিশের থেকে এই মামলার তদন্তভার নেয় রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি।
এই অভিযুক্তের তালিকায় রয়েছেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, চাকদহর বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ সহ আট নেতা। এঁদের প্রত্যেকের বিরুদ্ধেই প্রভাব খাটিয়ে আত্মীয়দের কল্যাণী এইমস-এ চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এঁদের মধ্যে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা মেয়ে মৈত্রী দানা এবং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষ বর্তমানে কল্যাণী এইমস-এ চাকরিও করছেন। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা এই স্বজন পোষণের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক ও সাংসদরা। তাঁদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই প্রশাসনকে ব্যবহার করে তাঁদের হেনস্থা করার চক্রান্ত করছে তৃণমূল।