ফের দেশে ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ
Connect with us

দেশের খবর

ফের দেশে ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ হাজার ছাড়াল। আক্রান্তের সংখ্যা একাধিক রাজ্যে বাড়তে শুরু করেছে।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১৩,২১৬ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৩ হাজারের নিচে। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত ৪ হাজারেরও বেশি। মুম্বইয়ে সংক্রমিত ২২২৫ জন। সে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যাও হু হু করে বাড়ছে। রাজধানী দিল্লির করোনা গ্রাফও বেশ উদ্বেগজনক। সেখানে একদিনে করোনা থাবা বসিয়েছে ১৭৯৭ জনের শরীরে। দৈনিক করোনা সংক্রমণের হার ২.৪৭ শতাংশ থেকে বেড়ে ২.৭৩ শতাংশে পৌঁছেছে৷ সক্রিয় রোগীর সংখ্যা ৬৮ হাজার ১০৮৷ সুস্থ হয়েছেন ৮ হাজার ১৪৮ জন৷ করোনায় মারা গিয়েছেন ২৩ জন।

একাধিক রাজ্যে বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১৬৫ জন। একই ভাবে কেরলেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। দক্ষিণের এই রাজ্য করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছন ৩১৬২ জন। কেরল, মারাষ্ট্রের পরেই রয়েছে কর্ণাটক। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ৬৩৪ জন। তবে স্বস্তি সুস্থতার হারে। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ৮৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮,১৪৮ জন। সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ।

Advertisement