বিনোদন
করোনা আক্রান্ত সস্ত্রীক জন আব্রাহাম ও একতা কাপুর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বলিউডেও ক্রমশ জাঁকিয়ে বসছে করোনা। করিনা কাপুর, অর্জুন কাপুর, রিয়া কাপুর, অংশুলা কাপুর, অমৃতা অরোরা থেকে শুরু করে নোরা ফতেহি, ম্রুনাল ঠাকুরের মতো বলিউডের এক ঝাঁক অভিনতা, অভিনেত্রী আগেই করোনায় আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল জন আব্রাহাম ও তাঁর স্ত্রী প্রিয়া রুঞ্চল এবং প্রযোজক ও পরিচালক একতা কাপুরের নাম।
করোনার জোড়া ভ্যাকসিন নেওয়ার পরও সস্ত্রীক পজেটিভ এলেন এই বলিউড নায়ক। সোমবার ইনস্টাগ্রামে নিজেই করোনান আক্রান্ত হওয়ার কথা জানাতে গিয়ে জন লিখেছেন, ‘তিন দিন আগে এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম যিনি পরে কোভিড আক্রান্ত হয়েছিলেন। আমি এবং প্রিয়া এখন কোভিড পজেটিভ। আমরা বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। তাই কারও সংস্পর্শে আসিনি। আমরা দু’জনেই টিকাপ্রাপ্ত এবং আমাদের কিছু মৃদু উপসর্গ রয়েছে। আপনারা সকলে সুস্থ থাকুন।
মাস্ক পরুন।’ আগামী ২৮ জানুয়ারি জনের নতুন ছবি ‘অ্যাটাক’-এর দেশ জুড়ে মুক্তি পাওয়ার কথা ছিল। এই ছবিতে জনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রাকুলপ্রীত সিং এবং জ্যাকলিন ফার্নান্ডেজকেও। কিন্তু দেশজুড়ে যেভাবে করোনা এবং ওমিক্রনের দাপাদাপি বেড়েছে, তাতে ছবিটি যথাসময়ে মুক্তি পাবে কিনা তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। অপরদিকে করোনা পজেটিভ এসেছেন পরিচালক এবং প্রযোজক একতা কাপুর। তিনিও সোশ্যাল মিডিয়ায় নিজের পজেটিভ আসার কথা জানিয়েছেন। একতা লিখেছেন, ‘সমস্ত রকম সাবধানতা অবলম্বন করার পরও আমি করোনা পজেটিভ এসেছি। আমি ভালো আছি। যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের টেস্ট করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি।’