দেশের খবর
করোনা চোখ রাঙাচ্ছে, মকর সংক্রান্তির স্নান বাতিল করল উত্তরাখণ্ড সরকার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গঙ্গাসাগর মেলা হলেও উত্তরাখণ্ডের হরিদ্বারে বাতিল মকর সংক্রান্তির স্নান। সেখানে নাইট কার্ফিউ জারি করছে হরিদ্বার প্রশাসন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে ভক্তদের পবিত্র স্নানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
‘হর কি পৌড়ি’ এলাকায় প্রবেশও সীমিত করা হয়েছে। ১৪ জানুয়ারি রাত ১০টা থেকে পরেরদিন সকাল ৬টা পর্যন্ত নাইট কার্ফিউ জারি করা হবে। এদিকে, সমস্ত রকম করোনাবিধি মেনে হচ্ছে গঙ্গাসাগর মেলা। এই মেলায় প্রবেশ করতে হলে দু’টি টিকার শংসাপত্র থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে হাইকোর্ট।
তবে কেউ দু’টি টিকা নিয়েছেন কি না, তা নিশ্চিত করতে হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মুখ্যসচিবকে। এছাড়াও মেলায় যাওয়ার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। সেই রিপোর্ট নেগেটিভ এলেই গঙ্গাসাগর যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে। এসব শর্ত মানা হচ্ছে কি না, তার ওপর নজর রাখতে দুই সদস্যের নতুন কমিটিও গড়েছে হাইকোর্ট।