দেশের খবর
করোনার প্রভাব, দু’দফায় হবে সংসদের বাজেট অধিবেশন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বে ক্রমেই প্রভাব বাড়িয়ে চলেছে করোনা এবং ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সাধারন মানুষের পাশাপাশি চিকিৎসক, নার্স, পুলিশ থেকে শুরু করে সরকারি আধিকারিকরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না রাজনৈতিক নেতা-নেত্রীরা।
বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। সংসদেও হানা দিয়েছে করোনা। সংসদের শতাধিক কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সংসদে বেশ কিছু বদল আনা হয়েছে। সামনে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন, ফলে আক্রান্তর সংখ্যা বাড়বে তা বলাই বাহুল্য। সামনে সংসদে বসতে চলেছে বাজেট অধিবেশন। কিন্তু এই বাজেট অধিবেশনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। কেন্দ্রীয় সংসদীয় দফতর সূত্রের খবর, দুই দফায় হতে চলেছে বাজেট অধিবেশন।
প্রথম পর্বের বাজেট অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন শুরু হবে ১১ মার্চ। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রক শুক্রবার তা ঘোষণা করেছে। ভোটের মুখে সরকারকে বিপাকে ফেলতে সমস্ত বিরোধীদল কোমর বাঁধবে, বলাই বাহুল্য।