রাজ্যে তিন হাজারের দোরগোড়ায় করোনার দৈনিক সংক্রমণ, কলকাতাকে ছাপিয়ে সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা
Connect with us

বাংলার খবর

রাজ্যে তিন হাজারের দোরগোড়ায় করোনার দৈনিক সংক্রমণ, কলকাতাকে ছাপিয়ে সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে আবারও লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। বুধবারই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা দুই হাজারের গণ্ডি টপকে গিয়েছিল। বৃহস্পতিবার তা আরও বেড়ে তিন হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৯ জন। সেই সঙ্গে সংক্রমণের নিরিখে কলকাতাকেও ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা।

সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে ৮৩৪ জন করোন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ২০০ জন। এছাড়াও হুগলিতে ১৭৫ জন, পশ্চিম বর্ধমানে ১১৫ জন, হাওড়াতে ১১০ জন, পূর্ব বর্ধমানে ১০৭ জন, পশ্চিম মেদিনীপুরে ১০৩ জন এবং নদিয়াতে ১০০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৪২ হাজার ৮৩১ জন। দৈনিক সংক্রমণের হার ১৯ শতাংশের কাছে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে দু’জনের। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ২৩৩ জনের। এই মুহূর্তে রাজ্যে মৃত্যুর হার ১.০৪ শতাশ। বেড়েছে দৈনিক পজিটিভিটি রেটও। বুধবারের তুলনায় এদিন দৈনিক পজিটিভিটি রেট বেড়ে পৌঁছে গিয়েছে ১৮.৭৪ শতাংশে।

গত একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন। রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪১৬ জনের। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৫৪৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার টিকা পেয়েছন ৭২ হাজার ৫৬ জন।

Advertisement

দেশেও তরতরিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। গত ২৪ ঘণ্টায় বেড়েছে কোভিডে মৃত্যুর সংখ্যাও। একদিনে দেশে করোনা প্রাণ কেড়েছে ৩৫ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৫৭। দৈনিক কোভিড পজিটিভিটির হার ৪.৩২ শতাংশ। দেশে এখনও পর্যন্ত ১৯৮ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৭৭২ জনকে টিকা দেওয়া হয়েছে।