দেশের খবর
রাজ্যে করোনার বিধি-নিষেধের মেয়াদ বাড়ল আরও একমাস! বড় দিন, নিউ ইয়ার উপলক্ষে ৯ দিন বিশেষ ছাড়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবারই রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। তাই রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে করোনার বিধি-নিষেধের মেয়াদ আরও একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যে জারি থাকা বর্তমান বিধি-নিষেধের মেয়াদ শেষ হওয়ার কথা ১৫ ডিসেম্বর।
কিন্তু বুধবার নবান্নের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় সেই মেয়াদ বাড়িয়ে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। তবে বড়দিন এবং নিউ ইয়ার উপলক্ষে ২৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত বিধি-নিষেধে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ওই ৯ দিনে রাত্রিকালীন কার্ফু শিথিল করা হয়েছে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। ওই ৯ দিনে সাধারণ নিয়মেই দোকানপাট, পানশালা, রেস্তরাঁ খোলা রাখা যাবে বলে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে। তবে, বিধি-নিষেধের বাকি দিনগুলিতে রাত্রিকালীন কার্ফু বহাল থাকবে।
অর্থাৎ, শুধু মাত্র জরুরি পরিষেবা ছাড়া রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত মানুষের চলাফেরা এবং যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। নতুন নির্দেশিকায় মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিধি মেনে চলা, স্যানিটাইজেশনের কথাও বলা হয়েছে। সেই সঙ্গে সমস্ত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলি সহ সর্বত্র কোভিডবিধি মেনে চলা হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন ও কর্তৃপক্ষকেও কড়া নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে।