খেলা-ধূলা
দিল্লি শিবিরে আবারও করোনার হানা! আইসোলেশনে পাঠানো হল কোচ পন্টিংকে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : দিল্লি ক্যাপিটালস শিবিরে আবারও হানা দিল করোনা। মিচেল মার্শ, টিম সেইফার্ট ছাড়াও দলের আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন আগেই। এবার করোনার কবলে পড়লেন দিল্লির কোচ রিকি পন্টিং। তবে তিনি নিজে করোনা আক্রান্ত হননি। তাঁর পরিবারের এক সদস্যের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। সেই কারণে হোটেলের ঘরে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। ফলে শুক্রবার সন্ধ্যায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে দলের সঙ্গে রিজার্ভ বেঞ্চে থাকতে পারছেন না পন্টিং।
শুক্রবার দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচ রিকি পন্টিঙের পরিবারের এক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। পন্টিং পরিবারের ওই সদস্যের সংস্পর্শে এসেছিলেন। তাই তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। পন্টিঙের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে। দলের ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবেই পন্টিংকে পাঁচ দিনের জন্য আইসোলেশনে পাঠানো হয়েছে। সেই কারণেই রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে তিনি ডাগআউটে থাকতে পারবেন না। এই পরিস্থিতিতে পন্টিং এবং তাঁর পরিবার যাতে সুস্থ ও ভালো থাকে, তার সবরকম চেষ্টা করবে ফ্র্যাঞ্চাইজি।’ পন্টিং না থাকায় প্রবীণ আমরে, অজিত আগারকর, জেমস হোপস এবং শেন ওয়াটসন কোচিংয়ের দায়িত্ব সামলাবেন।