বাড়ছে আতঙ্ক, দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা
Connect with us

দেশের খবর

বাড়ছে আতঙ্ক, দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিশেষজ্ঞদের কপালেও নতুন করে চিন্তার ভাঁজ। ভাইরাসের মোকাবিলায় ফের একবার কোভিড প্রোটোকল মানায় জোর। শুক্রবারের পর শনিবার ফের বাড়ল দৈনিক সংক্রমণ।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৩২৯ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ৩,০৮১ জন। মুম্বইয়ের করোনা গ্রাফও রীতিমতো চিন্তার মতো। একদিনে সেখানে আক্রান্ত প্রায় ২০০০। বেড়েছে হাসপাতালে ভরতির হারও। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। সেখানে শুক্রবার মৃতের সংখ্যা ছিল ২৪। সক্রিয় রোগীর সংখ্যা শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ১০৩। ফলে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার দৈনিক সংক্রমণের হার ২.৪১ শতাংশ।

আরও পড়ুন: অগ্নিদগ্ধ অবস্থায় প্রাণ গেল রোগীর, ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে

Advertisement

দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৬ লক্ষ ৪৮ হাজার ৩০৮ জন। মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে সবচেয়ে জরুরি হল গণ-টিকাকরণ। আপাতত দেশজুড়ে টিকাকরণেই জোর দিচ্ছে সরকার। ইতিমধ্যেই দেশের ১৯৪ কোটি ৯২ লক্ষ ৭১ হাজার ১১১ জনকে টিকা দেওয়া হয়েছে। এদিকে, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে কেরল (২,৪১৫)। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি (৬৫৫) কর্নাটক (৫২৫)।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.