দেশের খবর
নাইজেরিয়া থেকে কলকাতায় আসা এক ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ! করা হচ্ছে জিন পরীক্ষা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে আবারও ওমিক্রন আতঙ্ক। গত সপ্তাহেই নাইজেরিয়া থেকে কলকাতায় ফেরা এক বৃদ্ধের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। ওই ব্যক্তির শরীরে ওমিক্রন বাসা বেঁধেছে কিনা তার টেস্ট করা হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ১২ ডিসেম্বর নাইজেরিয়া থেকে কলকাতায় আসেন ৬৯ বছর বয়সি ওই বৃদ্ধ।
কলকাতা বিমানবন্দরে হওয়া কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু হোটেলে ওঠার পর থেকেই তাঁর শরীরে মৃদু উপসর্গ দেখা দিতে শুরু করে। তাই গত ১৪ ডিসেম্বর দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি কোভিড পরীক্ষা করান। সেই রিপোর্ট পজেটিভ আসে। গোটা বিশ্বের মধ্যে প্রথম আফ্রিকাতেই ওমিক্রনের সংক্রমণ শুরু হয়। আর নাইজেরিয়া আফ্রিকা মহাদেশের অন্তর্গত। সেই কারণেই ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত বলেই সন্দেহ করা হচ্ছে। তাই রিপোর্ট পজেটিভ আসতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তির নমুনা ইতিমধ্যেই কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছে। সোমবার তাঁর জিন পরীক্ষা হবে।
তার পরই তিনি ওমিক্রনে আক্রান্ত কিনা জানা যাবে বলে জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য দফতরের অধিকর্তা অজয় চক্রবর্তী। তবে ওই ব্যক্তির স্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই ব্যক্তির সঙ্গে থাকা আরও একজন এবং গাড়ির চালকেরও রবিবার করোনা পরীক্ষা করা হবে। কলকাতায় আসার পর তিনি আর কার কার সংস্পর্শে এসেছিলেন তাদেরও খোঁজ চলছে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। গত সপ্তাহেই দুবাই থেকে রাজ্যে আসা সাত বছরের এক শিশুর শরীরে প্রথম ওমিক্রনের হদিশ মিলেছিল। কিন্তু গত বৃহস্পতিবারই ওই শিশুর রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে এই মুহূর্তে রাজ্যে কারও ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর নেই।