খেলা-ধূলা
করোনা পজেটিভ সাকিব, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত তারকা অলরাউন্ডার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসান এ খবর জানিয়েছেন। সোমবারই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন সাকিব। তারপরই তাঁর কোভিড পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজেটিভ এসেছে। বর্তমানে তিনি নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন মনজুর।
আগামী ১৫ তারিখ থেকে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে বাংলাদেশ। ১৫ তারিখ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে প্রথম টেস্ট। বুধবার দলে যোগ দিয়ে অনুশীলনের নামার কথা ছিল সাকিবের। কিন্তু তার আগেই করোনা রিপোর্ট পজেটিভ আসায় দলের তারকা অলরাউন্ডারকে ছাড়াই প্রথম টেস্টে নামতে হতে পারে বাংলাদেশকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারও তাঁর দ্বিতীয়বার করোনা টেস্ট করা হয়। সেই রিপোর্টও পজেটিভ এসেছে। তবে বোর্ডের এক কর্তা জানিয়েছে, বুধবার আবারও গোটা দলের করোনা টেস্ট করা হবে। তাতেও যদি সাকিবের করোনা রিপোর্ট পজেটিভ আসে তাহলে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না। দ্বিতীয় টেস্টে সাকিব খেলতে পারেন কি না, সে দিকেই এখন নজর সকলের। আগামী ২৩ মে থেকে মীরপুরে শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। যদি এরমধ্যে সাকিব পুরোপুরি ফিট হয়ে যান, তাহলে তাঁকে প্রথম একাদশে রাখা হতে পারে বলে জানিয়েছে বিসিবি।
গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন সাকিব। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও পারিবারিক সমস্যার কারণে তাঁকে দেশে ফিরে আসতে হয়। আশা করা হয়েছিল ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজেই প্রত্যাবর্তন হবে সাকিবের। কিন্তু কোভিড রিপোর্ট পজেটিভ আসায় তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষা আরও কিছুটা বাড়ল।