Uncategorized
করোনা পজেটিভ হরভজন সিং ও তাঁর স্ত্রী গীতা বসরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার করোনা আক্রান্ত হলেন প্রাক্তন অফস্পিনার হরভজন সিং এবং তাঁর স্ত্রী গীতা বসরা। দু’জনেই বাড়িতে নিভৃতাবাসে রয়েছেন। টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন হরভজন নিজেই। ভাজ্জি টুইটারে লিখেছেন, ‘আমার কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে।
সামান্য উপসর্গ আছে। আমি বাড়িতে নিভৃতবাসে আছি। যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি, সাবধানতা অবলম্বন করছি। এর মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সবাইকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব পরীক্ষা করিয়ে নিন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।’ অপরদিকে হরভজনের স্ত্রী তথা বলিউড অভিনেত্রী গীতা ইনস্টাগ্রামে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানাতে গিয়ে লিখেছেন, ‘২ বছর ধরে সাবধানে থাকার পর এবং ভাইরাসের সঙ্গে লুকোচুরি খেলার পর অবশেষে এই ভাইরাস আমাদের কাবু করল।’ গত বছরের ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হরভজন।