আন্তর্জাতিক
করোনা আক্রান্ত ব্রিটেনের রানি! আরোগ্য কামনা বরিস জনসন, নরেন্দ্র মোদির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত দু’বছর ধরে সারা বিশ্ব জুড়ে আতঙ্কের নাম করোনা। সংক্রমণ এতোটাই বাড়তে থাকে সারা বিশ্ব জুড়ে যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বহু মানুষ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। সারা বিশ্বের বহু বিখ্যাত মানুষ করোনার বলি হয়েছেন।
এবার করোনায় আক্রান্ত হলেন রানি এলিজাবেথ। তাঁর সহযোগীদের তরফে জানানো হয়েছে, ‘মৃদু উপসর্গ’ রয়েছে রানির। ১০ ফেব্রুয়ারি রানির ছেলে প্রিন্স চার্লসের কোভিড রিপোর্ট পজেটিভ আসে। তার দু’দিন আগেই তাঁর মায়ের সঙ্গে দেখা করেছিলেন চার্লস। তাঁর থেকেই রানি সংক্রামিত হতে পারেন বলে মনে করছেন অনেকে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।