বাংলার খবর
করোনা বাড়ছে, বাজার বন্ধ করতে বাধ্য হল পৌরসভা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে ভিড় কমাতে সপ্তাহে তিনদিন করে বাজার বন্ধের সিদ্ধান্ত নিল দমদম ও কামারহাটি পৌরসভা। শুক্রবারই উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম, কামারহাটি ও ব্যারাকপুর পৌরসভার তরফে দোকান-বাজার বন্ধ করার বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।
বাজারে ভিড় এড়াতে সপ্তাহে তিনদিন করে পুর এলাকার সমস্ত দোকান-বাজার বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে দমদম ও কামারহাটি পুরসভা। অন্যদিকে, সপ্তাহে চারদিন দোকান-বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যারাকপুর পৌরসভা। তবে ওষুধের দোকান, মিষ্টির দোকান সহ জরুরি পরিষেবাগুলির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কোন দিন, কোন এলাকায় দোকান-বাজার বন্ধ থাকবে তাও স্পষ্ট করা হয়েছে। দক্ষিণ দমদম পুর এলাকার সব দোকান-বাজার প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বন্ধ রাখার কথা ঘোষণা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। তবে জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে।
অন্যদিকে, কামারহাটি পৌরসভার তরফে জানানো হয়েছে, পুরসভার ১ নম্বর থেকে ১৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ কামারহাটি, আড়িয়াদহ ও দক্ষিণেশ্বর অঞ্চলের সমস্ত বাজার, দোকান প্রতি সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার বন্ধ থাকবে। আর ১৭ নম্বর থেকে ৩৫ নম্বর ওয়ার্ড অর্থাৎ রথতলা, বেলঘড়িয়া, দেশপ্রিয় নগর, নন্দন নগর ও যতীন দাস নগর অঞ্চলের সমস্ত বাজার ও দোকানগুলিও প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বন্ধ থাকবে। আগামী ১০ জানুয়ারি অর্থাৎ সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে। ব্যারাকপুর পৌরসভা সপ্তাহে চারদিন দোকান-বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোম, বুধ ও শুক্রবার বাদে বাকি চারদিন এলাকার সব দোকান-বাজার বন্ধ থাকবে। সব ক্ষেত্রেই জরুরি পরিষেবায় ছাড় থাকছে।