দেশের খবর
দেশে সামান্য বাড়ল করোনার সংক্রমণ, বেড়েছে মৃত্যুর সংখ্যাও

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার তৃতীয় ঢেউ থেকে ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করেছে বিশ্বের মানুষ। আফ্রিকায় প্রথম ধরা পরে ওমিক্রন। এরপর তা ছড়িয়ে পরে সারা বিশ্বে। ওমিক্রন বাড়তেই করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ে। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আক্রান্ত্রের সংখ্যা।
সারা বিশ্বের পাশাপাশি ভারতেও বাড়তে থাকে আক্রান্ত্রের সংখ্যা। সরকার সংক্রমণ রোধের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করে। জারি করা হয় একাধিক নিষেধাজ্ঞা। ফলে ধীরে ধীরে কমতে থাকে আক্রান্তর সংখ্যা। গত কয়েকদিন ধরেই আক্রান্তের হার নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে দেশে। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন। মঙ্গলবার সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার ৪০৯ জন। এখনও পর্যন্ত দেশ করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ২৭ লক্ষ ২৩ হাজার ৫৫৮ জন।
বুধবার দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ২.৪৫ শতাংশ। আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৩৪৭ জনের। সেখানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১৪ জনের। তার মধ্যে কেরলে মৃত্যু হয়েছে ৩০৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৫ লক্ষ ৯ হাজার ৮৭২ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্ত থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ৮২ হাজার ৯৮৮ জন। ফলে স্বস্তি ফিরছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৫১ হাজার ৬৭৭টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭৫ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ৯৭৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৪১ লক্ষ ৫৪ হাজার ৪৭৬ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৭৩ কোটি ৮৬ লক্ষ ৮১ হাজার ৬৭৪ জনের।