দেশের খবর
দেশে করোনার সংক্রমণ কিছুটা কমল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ। তবে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। সংক্রমণ কমলেও আক্রান্তের সংখ্যা তিন লাখের ঘরে রয়েছে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন।
শনিবার সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন। সংক্রমণে এখনো শীর্ষে রয়েছে মহারাষ্ট্র কত একদিনে সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৩৯৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৯২ লক্ষ ৩৭ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা সংক্রমনের হার বেড়ে হয়েছে ১৭.৭৮ শতাংশ। শনিবার তা ছিল ১৭.২২ শতাংশ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫২৫ জনের। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৪৮ জন। শনিবার সংখ্যাটা ছিল ৪৮৮। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮৯ হাজার ৪০৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লক্ষ ৭৫ হাজার ৫৩৩টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭১ কোটি ৫৩ লক্ষ ৭৫ হাজার ৪২৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৭১ লক্ষ ১০ হাজার ৪৪৫ জন। এখনও পর্যন্ত দেশে করোনার টিকাকরণ হয়েছে মোট ১৬১ কোটি ৯২ লক্ষ ৮৪ হাজার ২৭০ জনের।