রাজ্যে আবারও বাড়ল করোনার সংক্রমণ
Connect with us

দেশের খবর

রাজ্যে আবারও বাড়ল করোনার সংক্রমণ

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গলবার আবারও বাড়ল রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ। পাশাপাশি কলকাতাতেও বেড়েছে সংক্রমণ। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩০ জন। সোমবার এই সংখ্যাটা ১০ হাজারের নিচে ছিল।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ২০৫ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত এক হাজার ৭৬১ জন। হাওড়া এবং হুগলির নতুন সংক্রমিতের সংখ্যা পাঁচশোর নিচে থাকলেও দক্ষিণ ২৪ পরগনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা। হাওড়ায় ৪৩৮ জন ও হুগলিতে ৪৫৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনায় ৮৮৫ জন আক্রান্ত হয়েছেন। মালদহে নতুন করে ৬০৯ জন ও দার্জিলিঙে ৪০৩ জন সংক্রমিত হয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৯ লক্ষ ১৭ হাজার ৫১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১০ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন সাত জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি হয়েছেন মোট ২০ হাজার ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক সংক্রমণের হার কিছুটা কমে হয়েছে ১৯.৩৮ শতাংশ। মঙ্গলবার রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩০৮ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৮২৪টি। এখনও পর্যন্ত রাজ্যে টেস্ট হয়েছে মোট ২ কোটি ২৪ লক্ষ ১৬ হাজার ৪৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার টিকা নিয়েছেন ৯ লক্ষ ২ হাজার ২২৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে টিকাকরণ হয়েছে মোট ১১ কোটি ৪৮ লক্ষ ৭৩ হাজার ৪৫২ জনের।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.