দেশের খবর
করোনা আক্রান্ত কিশোরের মৃত্যু রায়গঞ্জে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনায় আক্রান্ত ১২ বছরের এক কিশোরের মৃত্যু হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সোমবার দুপুরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ওয়ার্ডে মৃত্যু হয় ওই কিশোরের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১ জানুয়ারি প্রবল জ্বর, শ্বাসকষ্ট নিয়ে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি হয় ওই কিশোর।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে রাখা হয়। তার করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। ৮ জানুয়ারি সেই রিপোর্ট পজেটিভ আসে। তড়িঘড়ি তাকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। সোমবার সেখানেই ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায়। এদিকে, রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনার সংক্রমণ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার ওপর রয়েছে ওমিক্রনের দাপট।
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে রবিবার করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। শনিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৮ হাজার ৮০২ জন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে রবিবার সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ২৪ হাজার ২৭৮-এ। উত্তরবঙ্গের জেলাগুলিতেও দৈনিক সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। মালদায় শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫২৯ জন। দার্জিলিঙে আক্রান্ত ৩১৯ জন। দু’শোর দোরগাড়ায় জলপাইগুড়ি। একশো ছাপিয়ে গিয়েছে উত্তর দিনাজপুরের দৈনিক সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে ১৮ জনের।