দেশের খবর
আমেরিকায় ভয়াবহ আকার ধারণ করেছে করোনা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারীর প্রথম দুই ঢেউ সারা বিশ্বকে কাঁদিয়ে দিয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল অকালে। এবার সারা বিশ্বে কড়া নাড়ছে ওমিক্রন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা। খবর পাওয়া গিয়েছে আমেরিকায় ভয়াবহ আকার ধারণ করেছে করোনা।
শুধু আমেরিকা নয়, করোনায় বিধ্বস্ত গোটা বিশ্ব। তার ওপর আতঙ্ক ছড়িয়েছে ওমিক্রন। ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। আমেরিকায় দৈনিক করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮০ হাজারে। এদিকে শিশুদের মধ্যেও ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ। জানা গিয়েছে, ২২ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে গড়ে ১৭ এবং তার কম বয়সি ৩৭৮ জন শিশু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ওমিক্রনও ক্রমশ জাল বিস্তার করছে বিশ্বজুড়ে। ডিসেম্বরের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে বিশ্বে দৈনিক সংক্রমণ ধরা পড়েছে গড়ে ৯ লক্ষ। আমেরিকার পাশাপাশি খারাপ পরিস্থিতিতে ফ্রান্স, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা, বলিভিয়া, অস্ট্রেলিয়াতেও।