খেলা-ধূলা
আইপিএলে করোনার হানা! দিল্লির ফিজিও আক্রান্ত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সবকিছু নির্বিঘ্নেই চলছিল। কিন্তু, আবারও আইপিএলে হানা দিল করোনা আতঙ্ক। করোনা আক্রান্ত হলেন দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ফারহার্টকে দিল্লি ক্যাপিটালসের মেডিক্যাল টিম কড়া পর্যবেক্ষণে রেখেছে।
জানা গিয়েছে দলের সমস্ত ক্রিকেটারদেরই করোনা টেস্ট করা হয়েছে। কারণ, কমবেশি সব ক্রিকেটারকেই ফিজিওর কাছে যেতে হয়। তাই এখন খেলোয়াড়দের টেস্ট রিপোর্টের অপেক্ষায় রয়েছে সকলেই। শনিবারই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের। যদি আর কারও রিপোর্ট পজেটিভ আসে তাহলে শনিবারের ডবল হেডারের দ্বিতীয় ম্যাচটি স্থগিত হতে পারে। ফলে বিরাট কোহলিদের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট উদ্বেগের মধ্যেই রয়েছেন ঋষভ পন্থরা। এবারের আইপিএলে প্রথমবার হানা দিল করোনা।
গতবছরও দেশের মাটিতে আইপিএল শুরু হওয়ার পরই একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়ে পড়ায় মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছিল টুর্নামেন্ট। শেষে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল বাকি টুর্নামেন্ট। শুক্রবার বিকেল পাঁচটায় অনুশীলন করার কথা ছিল দিল্লির ক্রিকেটারদের। কিন্তু ফিজিওর করোনা রিপোর্ট পজেটিভ আসায় ক্রিকেটারদের হোটেলের ঘরেই থাকতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। এই করোনার কথা ভেবে এবারের আইপিএল-এর লিগ পর্বের সমস্ত ম্যাচের আয়োজন করা হয়েছে মহারাষ্ট্রের ওয়াংখেড়ে, নবি মুম্বই এবং পুনেতে। তবে নকআউট পর্বের ম্যাচগুলো অন্যত্র হবে বলেই জানা গিয়েছে। এবারের টুর্নামেন্ট এখনও পর্যন্ত চার ম্যাচে দু’টোয় জিতে লিগ টেবিলে সাত নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস।