দেশের খবর
দেশে করোনার দৈনিক সংক্রমণ ৫৫ শতাংশ বেড়ে ৫৮ হাজার ছাড়াল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা। বুধবার দেশে সংক্রমণ এক লাফে ৫৫ শতাংশ বাড়ল। দেশে পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেল সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪৬৬ জন।
এর মধ্যে শুধুমাত্র মুম্বইয়েই আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৬০ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৫০ লক্ষ ১৮ হাজার ৩৫৮ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি দেশে করোনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে প্রায় চার গুণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ২৮ হাজার ৫৫১ জন। গত একদিনে দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৪.১৮ শতাংশ। সংক্রমণ বেড়ে যাওয়ায় বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন। দেশে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লক্ষ ৮৮ হাজার ৬৪৭টি।
এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৬৮ কোটি ৩৮ লক্ষ ১৭ হাজার ২৪২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকাকরণ হয়েছে ৯৬ লক্ষ ৪৩ হাজার ২৩৮ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার টিকা নিয়েছেন মোট ১৪৭ কোটি ৭২ লক্ষ ৮ হাজার ৮৪৬ জন। করোনার সঙ্গে দেশে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৩৫। তার মধ্যে ৬৫৩ জন মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৮২৮ জন।