দেশের খবর
করোনা আক্রান্ত বিজেপি সাংসদ বরুণ গান্ধী, সংসদ ভবনের ৪০২ কর্মী পজেটিভ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে রকেট গতিতে বাড়ছে করোনা এবং ওমিক্রনের সংক্রমণ। তার মধ্যেই আর একমাস পরেই দেশের পাঁচ রাজ্য উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, মনিপুর এবং পঞ্জাবে বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশের পিলভিটে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে করোনায় আক্রান্ত হলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী।
রবিবার নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন তিনি। গত তিনদিন ধরে পিলভিটে নির্বাচনী প্রচার করার সময় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এবং তাঁর শরীরে যথেষ্ট উপসর্গ রয়েছে বলেও জানিয়েছেন। বরুণ গান্ধী টুইটারে লিখেছেন, ‘তিনদিন ধরে পিলভিটে থাকার পর আমি করোনায় আক্রান্ত হয়েছি। আমার শরীরে যথেষ্ট উপসর্গ রয়েছে। আমরা এখন করোনার তৃতীয় ঢেউ এবং নির্বাচনী প্রচারের মাঝপথে রয়েছি। নির্বাচনের প্রার্থী এবং রাজনৈতিক কর্মীদের বুস্টার ডোজ দেওয়ার কথা ভাবনা চিন্তা করা উচিৎ নির্বাচন কমিশনের।
‘ শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, সংসদেও হানা দিয়েছে করোনা। চলতি মাসের শেষেই বাজেট অধিবেশন রয়েছে। তার আগেই লোকসভার প্রায় ৪০০-এর বেশি কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সংসদ সূত্রে খবর, ৪-৮ জানুয়ারির মধ্যে সংসদ ভবনের মোট ১ হাজার ৪০৯ জন কর্মীর করোনা টেস্ট করা হয়েছিল। তারমধ্যে ৪০২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এরমধ্যে ২০০ জন লোকসভার এবং ৬৯ জন রাজ্যসভার কর্মী রয়েছেন। ওমিক্রনে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে পজেটিভ সকলেরই জিনোম সিকোয়েন্সিং টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।