রাজনীতি
করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস! মৃদু উপসর্গ নিয়ে ভর্তি আলিপুরের এক বেসরকারি হাসপাতালে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বে আতঙ্কের নাম ওমিক্রন। ওমিক্রনের পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে দিন দিন। দেশে যেমন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিক তেমনই বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা।
দেশে যেমন বাড়ছে, ঠিক তেমনই রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার বছরের শুরুতেই করোনায় আক্রন্ত হলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবারই তাঁকে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর মৃদু উপসর্গ রয়েছে। ওই হাসপাতালের যে কেবিনে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভর্তি ছিলেন সেখানেই রাখা হয়েছে অরূপ বিশ্বাসকে। তাঁকে অ্যান্টিবডি ককটেল দেওয়া হচ্ছে বলে হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবারেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এর আগে কলকাতা পুরসভায় মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন ৪ নম্বর বোরোর চেয়ারম্যান সাধনা বসু এবং মেয়রের দফতরের এক কর্মী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী অরূপ বিশ্বাসের জিনোম সিকোয়েন্সিং টেস্ট করা হবে। সেই রিপোর্ট এলেই বোঝা যাবে তিনি করোনার নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্ত কিনা। তবে মন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।