করোনা আক্রান্ত স্কুলের হেড ক্লার্ক! আতঙ্কে পড়ুয়ারা
Connect with us

দেশের খবর

করোনা আক্রান্ত স্কুলের হেড ক্লার্ক! আতঙ্কে পড়ুয়ারা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ ২০ মাস পর গত ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলেছে স্কুল। তারপর থেকে করোনা বিধিনিষেধ মেনে স্কুলে ক্লাস শুরু হয়েছে। বিধিনিষেধ থাকলেও এবার করোনায় আক্রান্ত হলেন স্কুলের এক হেড ক্লার্ক। মানিকচক এনায়েতপুর হাইস্কুলের ঘটনা।

এই খবর সামনে আসততেই সংক্রমণের আতঙ্কে ভুগছেন শিক্ষক সহ ছাত্র-ছাত্রীরা। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই করোনার উপসর্গ ছিল হেড ক্লার্ক গোপালচন্দ্র মণ্ডলের শরীরে। এই অবস্থায় স্কুলে আসছিলেন তিনি। গত মঙ্গলবার তিনি করোনা পরীক্ষা করান। বুধবার স্কুল আসার পর তিনি খবর পান তাঁর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। গোপালবাবু মালদা শহরে থাকেন। তিনি সহ ১২জন শিক্ষক একটি গাড়ি ভাড়া করে প্রতিদিন স্কুলে আসতেন।

স্কুল কর্তৃপক্ষ গোপালবাবু সহ ওই ১২জন শিক্ষককেই বাড়ি ফেরত পাঠিয়ে দেয়। অফিস রুম, স্টাফ রুম স্যানিটাইজ করা হয়। কিন্তু বন্ধ করা হয়নি ক্লাস। এনায়েতপুর হাইস্কুলের সহ শিক্ষিকা সুতপা পাল জানিয়েছেন, সমস্ত ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চলছে। জেলা বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক জানিয়েছেন, যিনি করোনা পজেটিভ হয়েছেন, তাঁকে আপাতত আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চলবে।

Advertisement