দেশের খবর
করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর! হাসপাতালের আইসিইউ-তে ভর্তি কিংবদন্তি গায়িকা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা আক্রান্তর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে একদিনে আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়েছে। নানা রকম সাবধানতা অবলম্বন করেও বহু মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এবার করোনায় আক্রান্ত হলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর।
গত কয়েকদিন ধরেই শারিরিক অসুস্থতায় ভুগছিলেন ৯৩ বছর বয়সী এই বর্ষিয়ান সংগীতশিল্পী। মঙ্গলবার তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। বয়সের কথা চিন্তা করেই কোনও ঝুঁকি না নিতেই এই মুহূর্তে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, লতা মঙ্গেশকরে শারীরিক অবস্তা স্থিতিশীল। লতা মঙ্গেশকরের ভাইঝি রচনা বলেছেন, ‘‘উনি আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। দয়াকরে ওঁর জন্য প্রার্থনা করবেন।
‘ এই খবর নিমিষেই ছরিয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাঁর গানে মুগ্ধ ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষ। প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে অবস্থান করছেন তাঁর গানের জন্য। এই খবর জানাজানি হতেই বহু মানুষ তাঁর জন্য আরোগ্য কামনা করেছেন। গানের পাশাপাশি লতা মঙ্গেশকরের দেশ ভক্তিতেও মুগ্ধ সবাই। তাঁর এই গানের জন্যই ভারত সরকার তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করেন। সারা বিশ্বের মানুষের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন লতা মঙ্গেশকর। বয়স জনিত কারণে তিনি দীর্ঘদিন ধরেই গৃহবন্দি বাইরে খুব একটা বের হন না তবে সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়।