বাংলার খবর
করোনা আক্রান্ত কলকাতা পুরসভার চার নম্বর বোরোর চেয়ারম্যান, মেয়রের দফতরের কর্মী, বিধায়ক তাপস রায়!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার কলকাতা কর্পোরেশনেও থাবা বসাল করোনা। একদিনও হয়নি, দায়িত্ব নিয়েছে নতুন বোর্ড। তার মধ্যেই জানা গিয়েছে, কলকাতা পুরসভার চার নম্বর বোরোর সদ্য নির্বাচিত চেয়ারম্যান সাধনা বসু করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়াও মেয়র ফিরহাদ হাকিমের দফতরের এক কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অপরদিকে বরানগরের বিধায়ক তাপস রায়ও করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবারই মেয়র এবং মেয়র পারিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পুরসভায়। আর সেই সভায় উপস্থিত ছিলেন এঁরা সকলেই। জানা গিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা অনেকেরই মঙ্গলবার রাত থেকেই জ্বর এসেছে। মেয়র ফিরহাদ হাকিমের ঘরে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর বুধবার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।
মঙ্গলবারের গোটা অনুষ্ঠানের দায়িত্বভার ছিল ওই পুর কর্মীর উপরই। মঙ্গলবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, সাংসদ শান্তনু সেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায়। সেখান থেকেই তাপস রায় আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। পুরসভা সূত্রে খবর, অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। যাঁদের জ্বর ছাড়া অন্যান্য উপসর্গ দেখা দিয়েছে তাঁদের প্রত্যেকেরই করোনা টেস্ট করা হয়েছে।