Viral Video: হাতির সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা, তারপর যা হল...
Connect with us

ভাইরাল খবর

Viral Video: হাতির সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা, তারপর যা হল…

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘সেলফি’ নিজের সাথে হোক কিংবা রাস্তাঘাটে কোথাও কিছু দেখলে তার সঙ্গে ‘নিজস্বী তোলা'(Selfi Photograph) আজকের যুগে যেন খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যুগ যত আধুনিক হচ্ছে ততই প্রযুক্তির নেশায় ডুবছে আট থেকে আশি সকলেই। আর এই মারণ নেশা কখনও কখনও আমাদের জীবনে যে বিপদের কারণ হয়ে দাঁড়াই তা আমরা বেশ ভালোই জানি। তবুও ফটো তোলার ঝোঁকে অনেক সময় ভুলতে বসি হিতাহিত জ্ঞান।

হ্যাঁ ঠিকই পড়েছেন। ‘সেলফি’ তোলার নেশা যে কি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে তা নিজের চোখে চাক্ষুস না করলে বিশ্বাসই হবে না আপনার। সম্প্রতি দুই যুবকের হাতির দলের সঙ্গে মোবাইলে সেলফি তোলার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

আরও পড়ুন: মাছের প্রতি অদ্ভুত প্রেমের টান, তারপর যা করলেন যুবক

Advertisement

ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে মোট ৫ সদস্যের একদল হাতি রাস্তা পার হয়ে অন্য জঙ্গলের দিকে যাচ্ছে। আর সেখানেই ঘটে বিপত্তি। রাস্তায় মধ্যে একসঙ্গে এতগুলো হাতিকে দেখে বন্য এই জন্তুদের সঙ্গে সেলফি তোলার লোভ সামলাতে পারেননি দুই যুবক। স্বভাবতই পকেট থেকে মোবাইল বের করে অদূরে থাকা হাতিদের সঙ্গে দুই বন্ধু মিলে নিজস্বী তোলার চেষ্টা করেন তাঁরা। কিন্তু তারপর যা হল, দেখলে গা শিউরে উঠবে আপনার।

আরও পড়ুন: রাতের আকাশে মায়াবী আলোর ছটা, ভাইরাল ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় হইচই

ঐ ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, সেলফি তোলার সময় প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও ওই হাতির দল রাস্তা পার করে জঙ্গলে না গিয়ে তাঁদের দিকে ছুটে আসতে থাকে। ঘটনায় হচকিত ওই দুই যুবক এরপর দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনাটি ঘটেছে Tamilnadu রাজ্যের Coonoor জেলাতে। আর এই সাহসী ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিজেদের উদ্বেগ ধরে রাখতে পারেননি নেটিজেনরা। কেউ কেউ আবার ভিডিয়োটি রি-পোস্ট করে কমেন্ট বক্সে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 

Advertisement