দেশের খবর
যুদ্ধের আবহে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আশঙ্কা চলছিল বহুদিন ধরেই। কারণ রাশিয়া বিপুল পরিমান অস্ত্র এবং সেনা মোতায়েন করেছিল ইউক্রেন সীমান্তে। অপেক্ষা ছিল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নির্দেশের। বিভিন্ন দেশের তরফ থেকে রাশিয়াকে বোঝানোর চেষ্টা চলছিল।
কারণ, যুদ্ধ লেগে গেলেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। সব চেষ্টাকে ব্যর্থ করেই পাঁচদিন আগেই ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতেই বিশ্বের শেয়ার বাজারে বড়সড় প্রভাব পড়েছে। ফলে বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তারমধ্যে রান্নার গ্যাসও রয়েছে। ভারতেও রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়ে গেল। তবে ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডারের দাম বাড়লেও বাড়িতে ব্যবহারের রান্নার গ্যাসের দাম বাড়েনি।
মঙ্গলবার থেকে কলকাতায় রান্নার গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম ১০৮ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৯৫ টাকা। দিল্লিতেও ৯৫ টাকা বেড়ে দাম হয়েছে ২ হাজার ১২ টাকা। মুম্বইয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১০৫ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৯৬২ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজির সিলিন্ডারের দাম ১০৫ টাকা বেড়েছে। ফলে এই মুহূর্তে চেন্নাইয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম হয়েছে ২ হাজার ১৮৫ টাকা ৫০ পয়সা। পাশাপাশি ৫ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৭ টাকা। ফলে পাঁচ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৫৬৯ টাকা।