বাংলার খবর
তেলেঙ্গানায় গাধা চুরির অভিযোগে গ্রেফতার কংগ্রেস নেতা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েক বছর ধরেই জাতীয় রাজনীতিতে ক্রমশ শক্তি হারিয়ে ফেলেছে কংগ্রেস। ঠিক সেই সময় অস্তিত্ব ফিরে পেতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস। আর সেই কর্মসূচি নিয়ে উত্তপ্ত তেলেঙ্গানা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়ে এবার বিপাকে কংগ্রেস।
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্মদিনে তেলেঙ্গানায় সরকারি চাকরিতে নিয়োগ থমকে থাকার প্রতিবাদে কংগ্রেসের ছাত্র সংগঠন ব্যাপক বিক্ষোভ দেখায়। আর এই বিক্ষোভেই তেলেঙ্গানা কংগ্রেস নেতা ভেঙ্কট বালমুর একটি গাধাকে এনে তার গলায় মুখ্যমন্ত্রী কেসিআর-এর ছবি লাগিয়ে কেক খাওয়ান।
কিন্তু এই প্রতিবাদের ফল এবার হাতেনাতে গুনতে হচ্ছে কংগ্রেস ছাত্রনেতাকে। অভিযোগ উঠেছে, ভেঙ্কট বালামুর ওই গাধাটিকে চুরি করে এনেছিলেন। ইতিমধ্যেই এই অভিযোগে ভেঙ্কটকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে এই গ্রেফতারি নিয়ে সুর চড়িয়েছে তেলেঙ্গানা কংগ্রেস। সব মিলিয়ে তেলেঙ্গানায় এই মুহূর্তে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।