বাংলার খবর
কংগ্রেস কর্মীর উপর পিস্তল নিয়ে হামলা, অভিযোগের তির শাসক শিবিরের বিরুদ্ধে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কংগ্রেস কর্মীর উপর পিস্তল নিয়ে হামলা। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই কংগ্রেস কর্মী কার্তিক রানা। এই ঘটনায় অভিযোগের তির শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিধাননগর এলাকায়। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান ৪ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর অরুন চন্দ। পুলিশ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি।
আগামী জুন মাসেই শেষ হয়ে যাচ্ছে রায়গঞ্জ পুরসভার পুরবোর্ডের মেয়াদ। ২০২৩ সালের পুরভোট নিয়ে এখন থেকেই সরগরম রায়গঞ্জ শহরের রাজনীতি। পুনর্বিন্যাসের জেরে রায়গঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডটি মহিলা ওয়ার্ড হিসেবে সংরক্ষিত হয়েছে। এই ওয়ার্ডের প্রভাবশালী কংগ্রেস কর্মী কার্তিক রানার স্ত্রী কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দিতেই এলাকার তৃনমূল নেতা আদেশ মাহাতোর নেতৃত্বে বিজয় দাস এবং বাবুয়া সাহা সহ তৃনমূলের বাহিনীরা কার্তিক রানার উপর হামলা চালায় বলে অভিযোগ।
আরও পড়ুন: হিজাব পরে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি, শাস্তির মুখে কর্ণাটকের ৭ স্কুল শিক্ষক
এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয় কংগ্রেস নেতা শৌভিক রায় জানিয়েছেন, বিগত পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ও ভোট লুঠ করে ক্ষমতায় এসেছিল। তাঁরা রায়গঞ্জ শহরবাসীর আস্থা হারিয়েছে। আর সেকারণেই পুরভোটের আগে থেকেই সন্ত্রাসের আশ্রয় নিয়েছে তৃনমূল কংগ্রেস।
আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে ED-এর কোপে অভিষেকের শ্যালিকা, বুধবার রুজিরাকে তলব
অভিযোগ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সক্রিয় কংগ্রেস নেতা এবং অন্যতম সংগঠক কার্তিক রানার উপর হামলা চালিয়েছে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর আদেশ মাহাতোর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী। যদিও ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান তৃনমূল কংগ্রেস কাউন্সিলর অরুন চন্দ্র চন্দ জানিয়েছেন পুলিশ ঘটনার সঠিক তদন্ত করবে। যদিও এই ঘটনায় তিনি আক্রান্ত ওই ব্যক্তির পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানা গিয়েছে।