বাংলার খবর
‘রাস্তা কি মুখ্যমন্ত্রীর বাবার সম্পত্তি?’ বগটুইয়ে যেতে না পেরে মুখ্যমন্ত্রীকে তোপ অধীরের

বেঙ্গল এক্সপ্রস নিউজ: সোমবার রাত থেকেই খবরের শিরোনামে রয়েছে বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রাম। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্যরাজনীতি। সোমবার রাতে পঞ্চায়েত উপপ্রধান খুনের ঘটনার পরই বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ডূঈ ষীষূ সহ মোট আটজনের মৃত্যু হয়েছে।
এদিকে বুধবারই দফায় দফায় রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে বিজেপি সহ বিরোধী দলের প্রতিনিধিরা। শুধু তাই নয় বৃহস্পতিবার বগটুই গ্রামে নিহত পরিবারদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অভিযোগ, তিনি গেলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মাঝপথেই অধীর চৌধুরীর গাড়ি আটকে দেয় পুলিশ। ঘটনার প্রতিবাদে বগটুই যাওয়ার আগেই রাস্তায় বসে পড়েন কংগ্রেস নেতা সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
আরও পড়ুন: ‘সবেতেই তৃণমূলের দোষ খোঁজা হয়’, পোষাক বিতর্কে দাবি মমতার
বুধবারই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে বলেছিলেন, ‘আমরা কোনও দলকে কোথাও যেতে বাধা দিই না।’ সেই মুখ্যমন্ত্রী এমন কথা বলার পরেও কি করে তিনি পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন তা নিয়েও এদিন সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন অধীর চৌধুরী। এদিন রাস্তায় বসে তিনি বলেন,”রাস্তা কি মুখ্যমন্ত্রীর বাবার সম্পত্তি? কোথাও যেতে হলে আটকে দেওয়া হবে।” এছাড়াও তিনি আরও বলেন, ”উনি MLA আর আমি MP। উনি ২ লাখ মানুষের প্রতিনিধিত্ব করেন।আমি ১৪ লাখ মানুষের প্রতিনিধিত্ব করি। মুখ্যমন্ত্রী বলেছিলেন কোথাও আটকানো হবে না। তাহলে আটকানো হচ্ছে কেন? ঘটনাস্থলে বিজেপি যেতে পারে তাহলে কংগ্রেস নয় কেন?”
অন্যদিকে, রামপুরহাটের ঘটনার আঁচ এশে পড়েছে বিধানসভাতেও। বিধানসভায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়ালে নেমে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিনের বিধানসভার অধিবেশন ওয়াকআউট করে বিজেপি। এছাড়াও এদিন বগটুই যাওয়ার পথে BJP রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার বলেন,
”মুখ্যমন্ত্রীর অনেক আগে যাওয়া উচিৎ ছিল। অন্যদের যেতে দিয়েছি এই বলে অজুহাত তৈরি করছেন মুখ্যমন্ত্রী।”
তিনি আরও বলেন, ”ঘটনাস্থলের জিরো পয়েন্টে গিয়ে ঘটনা অনুধাবন করব। আমাদের প্রতিনিধি দলে রয়েছেন উচ্চপদস্থ প্রাক্তন আমলারা। ওখানে যা দেখবো তা সর্বভারতীয় সভাপতিকে জানাবো এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ও আমরা দলগতভাবে বিষয়টি জানাবো।
আরও পড়ুন: বীরভূমে জঘন্য অপরাধ হয়েছে: মোদি
মুখ্যমন্ত্রীও আজ রামপুরহাট যাচ্ছেন সেই প্রসঙ্গে বিজেপি সভাপতি বলেন, ”উনার রাজ্য ওনার অনেক আগেই যাওয়া উচিত ছিল। যেদিন ঘটনা ঘটেছে তার পরপরই ওনার যাওয়া উচিত ছিল। এখন অজুহাত যে অন্যদের যেতে দিয়েছি। বিষয়টা তা নয়। উনি ওখানে গেলে আমাদের কোনও আপত্তি নেই। এখন আমরা ওখানে গেলে ওনার আপত্তি আছে কিনা সেটা উনি বলতে পারবেন। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে।”