বাংলার খবর
অধীর চৌধুরীর হুঁশিয়ারি, মক ভোটে হারলে রাজনীতি ছেড়ে দেব

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একুশের বিধানসভা নির্বাচনের মতোই ২০২২ সালের বাংলার পুরভোটেও সেভাবে দাপট দেখাতে ব্যর্থ কংগ্রেস। বাংলাজুড়ে সবুজ ঝড়ে কার্যত ধরাশায়ী কংগ্রেস(Congress)। গত বিধানসভা নির্বাচনে বিধানসভা হাতছাড়া হয়েছিল কংগ্রেসের। এবার ২০২২-এর পুরভোটে বহরমপুর পুরসভাও হারাতে হল কংগ্রেসকে।
জানা গিয়েছে, পুরভোটে মোট ২৮ টি ওয়ার্ডেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে শাসকশিবির তৃণমূল। বিধানসভার পর পুরসভা নির্বাচনেও কংগ্রেস কার্যত ধরাশায়ী হওয়ায় আরও দুর্বল হয়ে পড়লেন অধীর চৌধুরী(Adhir Chowdhury)। এছাড়াও মুর্শিদাবাদে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জেও বিনা প্রতিদ্বন্ধীতায় জয় তৃণমূলের।
মালদার দুই পুরসভাতেই জয় তৃণমূলের। ওল্ড মালদা এবং ইংরেজবাজার পুরসভা দখল করল সবুজ শিবির। অন্যদিকে প্রায় তিনদশক পর বহরমপুর গেল তৃণমূলের দখলে। যদিও বহরমপুরের ভোটের ফল নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন অধীর চৌধুরি। তৃণমূলের বিরুদ্ধে বাইরে থেকে লোক এনে ভোট করানোর অভিযোগ তুলেছেন তিনি। এছাড়াও জোর করে ভোট করানোর অভিযোগও জানিয়েছেন অধীর চৌধুরী। ফের ‘মক ভোট’ নেওয়া হলে তাঁরাই জিতবেন বলে জানান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ‘মক ভোটে ১ ওয়ার্ডেও হারলে রাজনীতি ছাড়বেন’ বলে জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
প্রসঙ্গত, ৬২ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়জয়াকার তৃণমূলের। বামেদের(CPIM) ভোটের হার ১৩ শতাংশ এবং বিজেপি(BJP) শিবিরের হার মোট ২৬ শতাংশ। এদিকে ভোটে জিতে দলীয় নেতাকর্মীদের আরও নম্র হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি জানান, এই জয় মানুষের জয়। উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ।