বাংলার খবর
৩৬ নম্বর ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা ঢেকে দেওয়ার অভিযোগ কংগ্রেসের, অস্বীকার তৃণমূলের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০২১ সালের বিধানসভা ভোটে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এবং নির্বাচন পরবর্তী হিংসার কথা তুলে ধরে প্রয়োজনীয় নিরাপত্তার দাবি করেছিল। সেই দাবি অনুসারেই কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনকে কলকাতা পুরভোটে প্রত্যেক বুথে সিসিটিভি ক্যমেরা লাগানোর নির্দেশ দিয়েছিল।
প্রাথমিক ভাবে কমিশন ঠিক করেছিল ২৫ শতাংশ বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। কিন্তু হাই কোর্ট নির্দেশ দেয়, ১০০ শতাংশ বুথেই লাগাতে হবে সিসিটিভি। সেই মোতাবেক নির্বাচন কমিশন ৪ হাজার ৯৫৯ টি বুথেই সিসিটিভি ক্যামেরা বসিয়েছে। কিন্তু আজ সকালে ভোট শুরু হতেই চাঞ্চল্যকর অভিযোগ আসে ৩৬ নম্বর ওয়ার্ড থেকে। সেখানে ভোট চলাকালীন কাগজ দিয়ে সিসিটিভি ক্যামেরা ঢেকে দেওয়ার অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী নন্দন ঘোষ।
অভিযোগের তীর তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থীর আরও অভিযোগ, বুথে তাঁর এজেন্টদের বসতে দিচ্ছে না তৃণমূলের লোকেরা।যদিও কংগ্রেস প্রার্থীর করা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শচীন কুমার সিং। অন্য দিকে, ৮১ নম্বর ওয়ার্ডেও সিসিটিভি কাজ না করার অভিযোগ উঠেছে।