বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ১০০ কোটি টিকাকরণের মাইলফলক ছুঁল ভারত, অভিনন্দন প্রধানমন্ত্রীর
Connect with us

ভাইরাল খবর

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ১০০ কোটি টিকাকরণের মাইলফলক ছুঁল ভারত, অভিনন্দন প্রধানমন্ত্রীর

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নয়া নজির গড়ল ভারত। করোনার টিকাকরণে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করল ভারত। তবে এই কৃতিত্বের দিনেও দেশে কর্নার দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪৫৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪১ লক্ষ ২৭ হাজার ৪৫০ জন। তবে সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ১৬০ জন। গোটা অতিমারী পর্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৫২ হাজার ৮১১ জন। তবে গোটা অতিমারী পর্বে সুস্থতার হার সর্বোচ্চ হয়েছে গত এক দিনে।

গত একদিন দেশে সুস্থতার হার ছিল ৯৮.১৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৫৬১ জন। ফলে এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৪ লক্ষ ৯৫ হাজার ৮০৮ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৮৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৪৭ হাজার ৫০৬টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৫৯ কোটি ৫৭ লক্ষ ৪২ হাজার ২১৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৪৮ লক্ষ ৮ হাজার ৬৬৫ জন। আর তার জেরেই দেশে করোনার টিকাকরণের সংখ্যা ১০০ কোটি পার করল। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে টিকাকরণে একশো কোটির লক্ষ্যমাত্রা ছুঁল ভারত। গত জুনে প্রথম দেশ হিসেবে এই মাইলফল পেরিয়েছিল চিন।

দেশে করোনার প্রথম টিকাকরণ শুরু হয়েছিল চলতি বছরের ১৬ জানুয়ারি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ৬ আগস্ট ৫০ কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছিল ভারতে। ৫০ কোটি থেকে ১০০ কোটি টিকাকরণ হতে সময় লাগল ৭৬ দিন। ১০০ কোটির মাইলফলক ছোঁয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লিখেছেন, ‘ভারত ইতিহাস রচনা করল। ভারতের বিজ্ঞানের জয়ের সাক্ষী রইলাম আমরা। ১৩০ কোটি দেশবাসীর একতার সাক্ষী থাকলাম আমরা। ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ হল দেশে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং এই বিশাল কর্মযজ্ঞে সামিল সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.