ভাইরাল খবর
বাজেয়াপ্ত ২৮৪ কোটি নগদ, ৫০ কেজি সোনা ও ৬০০ কেজি চন্দন কাঠ! ৫০ ঘণ্টা জেরার পর ধৃত কানপুরের ব্যবসায়ী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কর ফাঁকি দেওয়ার অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন কানপুরের ‘ধনকুবের’ ব্যবসায়ী পীযূষ জৈন। তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আয়কর দফতর মোট ২৮৪ কোটি নাকার নোট উদ্ধার করেছে। সেই সঙ্গে আরও একটি নজির সৃষ্টি হয়েছে।
সোমবার কেন্দ্রীয় আয়কর দফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইতিহাসে এই প্রথম দেশের কোনও ব্যক্তির কাছ থেকে এত পরিমান নগদ অর্থ উদ্ধার করেছে আয়কর দফতর। সুগন্ধি দ্রব্যের ব্যবসা ছাড়াও পেট্রল পাম্প, পানমশলা-সহ একাধিক ব্যবসা ছিল তাঁর। সোমবারই পীযূষকে আদালতে তোলা হয়। এবং তাঁর ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পীযূষের দেশ-বিদেশের সম্পত্তির পরিমাণ শুনে চক্ষু চড়কগাছ আয়কর দফতরেরও। কানপুর এবং কনৌজ মিলিয়ে পীযূষের সাতটি সম্পত্তি রয়েছে। মুম্বইয়ে দু’টি বাড়ি, দিল্লিতে একটি এবং দুবাইয়ে দু’টি সম্পত্তি রয়েছে।
এছাড়াও তাঁর বিভিন্ন জায়গার বাড়িতে ও অফিসে তল্লাশি চালিয়ে ৫০ কিলো সোনা এবং ৬০০ কেজি চন্দন কাঠ উদ্ধার করা হয়েছে। মোট ১২০ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়েছে। এর পর পীযূষকে ৫০ ঘণ্টা ধরে জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়। তবে তল্লাশি এখনও শেষ হয়নি বলে জানিয়েছে আয়কর দফতর। সন্দেহ এড়াতে পীযূষ একটি পুরনো গাড়ি ও স্কুটার ব্যবহার করতেন বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এর মধ্যেই পীযূষকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ, পীযূষ সমাজবাদী পার্টির ঘনিষ্ঠ। সমাজবাদী পার্টির অবশ্য পাল্টা অভিযোগ করে বলেছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জমানাতেই দুর্নীতির বাড়বাড়ন্ত হয়েছে।