এপ্রিলেই কাপুর ঘরনি হতে চলেছেন আলিয়া, বি-টাউনের অন্দরে জোর গুঞ্জন
Connect with us

বিনোদন

এপ্রিলেই কাপুর ঘরনি হতে চলেছেন আলিয়া, বি-টাউনের অন্দরে জোর গুঞ্জন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বি-টাউনে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। সূত্রের খবর, চলতি মাসেই চারহাত এক হতে পারে তাঁদের। তবে হাইপ্রোফাইল এই বিয়ে নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে নারাজ কাপুর এবং ভট্ট পরিবার।

তবে দুই পরিবারের তরফেই যে রীতিমতো বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে। কারণ চলতি সপ্তাহেই নীতু কাপুরকে দেখা গিয়েছিল ডিজাইনার মণিশ মালহোত্রার স্টোরে। শুধু তাই নয় মণিশ মালহোত্রাকেও দেখা গিয়েছে ঋষি কাপুরের বাড়িতে। আর তারপর থেকেই বি-টাউনের অন্দরে তাঁদের বিয়ে নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।

রবিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, চলতি এপ্রিল মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তাঁরা। এই বিষয়ে দুই পরিবারের তরফে সেভাবে মুখ না খুললেও আপাতত এটা স্পষ্ট যে এপ্রিলেই কাপুর ঘরনি হতে চলেছেন আলিয়া ভাট। তবে বলিউডের অন্যান্য সেলিব্রেটি দম্পতিদের মতোন তাঁদের ওয়েডিং ডেস্টিনেশন বিদেশ নয়। অনেকেই ভেবেছিলেন ক্যাট্রিনা-ভিকি কৌশলের দেখানো পথে রাজস্থানের উদয়পুরেই বিয়ে সারতে পারেন রণবির-আলিয়া। তবে শোনা যাচ্ছে উদয়পুর নয় নিজের শহর মুম্বইতেই মনের মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান এই তারকা যুগল। এরজন্য আপাতত ওয়েডিং ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে Mumbai-এর Chembur এর RK house কে। বলিউডের বহু প্রতীক্ষিত হাইপ্রোফাইল এই বিয়েতে গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন নিজেদের আত্মীয়স্বজন এবং পরিচিত বন্ধুবান্ধব। শোনা যাচ্ছে ঘটা করে নয় বরং খুব গোপনেই বিয়ে সারতে ইচ্ছুক Alia-Ranbeer।

Advertisement

আরও পড়ুন: ছবির প্রমোশনে তিলোত্তমায় ‘Team RRR’

প্রসঙ্গত, বিয়ের ব্যাপারে বলিউডের এই দুই তারকা সেভাবে প্রকাশ্যে মুখ না খুললেও ছবির কাজ নিয়ে দারুণ ব্যস্ত রয়েছেন তাঁরা। অতি সম্প্রতি Alia Bhatt এর ‘গঙ্গুবাই কাথিওয়াড়ি'(Gangubai Kathiawadi) বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। এছাড়াও দক্ষিনী তারকা অভিনেতা জুনিয়র এনটিআর এবং এনটিআর-এর সঙ্গে করা ছবি ‘RRR’ ও দারুণ সাফল্য পেয়েছে দর্শক মহলের কাছে।এছাড়াও পরবর্তী ছবি হিসেবে এরপর তাঁকে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্রে’ দেখা যাবে। ছবিটি আগামী ৯ সেপ্টেম্বর-এ মুক্তির জন্য নির্ধারিত হয়েছে। অভিনেত্রীর ডার্লিংস এবং রকি অর রানি কি প্রেম কাহানিও রয়েছে।

আরও পড়ুন: বিবেক অগ্নিহোত্রির অফিসে হামলার অভিযোগ

Advertisement

অন্যদিকে, রণবীর কাপুরকে পরবর্তীতে ‘Shamshera’ ছবিতে বাণী কাপুর এবং সঞ্জয় দত্তের সঙ্গে দেখা যাবে। অভিনেতার অ্যানিমালও রয়েছে। লভ রঞ্জনের সঙ্গে শ্রদ্ধা কাপুরের বিপরীতে আরেকটি ছবি এবং ব্রহ্মাস্ত্র মুক্তির জন্য নির্ধারিত রয়েছে।