বিপিন রাওয়াতের প্রয়াণে শোকজ্ঞাপন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Connect with us

দেশের খবর

বিপিন রাওয়াতের প্রয়াণে শোকজ্ঞাপন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কপ্টার দুর্ঘটনায় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের সর্বস্তরের মানুষ।

বুধবার দুপুর ১২ টা ৪০ নাগাদ তামিলনাড়ু কুন্নুরে নীলগিরি পাহাড়ের জঙ্গলে ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই- ১৭ ভি৫ কপ্টারটি। এই দুর্ঘটনায় বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে বায়ু সেনা। কিন্তু দেশের অন্যতম সফল সেনাপ্রধানের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘জেনারেল বিপিন রাওয়ত এবং তাঁর স্ত্রী মধুলিকা জির অকাল মৃত্যুতে আমি মর্মাহত ও ব্যথিত। জাতি তার এক বীর সন্তানকে হারাল। মাতৃভূমির জন্য তাঁর চার দশকের নিঃস্বার্থ সেবা নায়কোচিত এবং ব্যতিক্রমী বীরত্বের সূচক। তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাই।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে শোক প্রকাশ করে লিখেছেন, ‘জেনারেল বিপিন রাওয়াত একজন অসাধারণ সৈনিক ছিলেন। একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি আমাদের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা সরঞ্জামের আধুনিকীকরণে অসামান্য অবদান রেখেছেন। কৌশলগত বিষয়ে তাঁর অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি ছিল ব্যতিক্রমী। তাঁর মৃত্যু আমাকে গভীরভাবে শোকাহত করেছে। ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান হিসাবে, জেনারেল রাওয়াত প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন সংস্কার সহ আমাদের দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন। সেনাবাহিনীতে কাজের একটি সমৃদ্ধ অভিজ্ঞতা তিনি ব্যবহার করেছিলেন। ভারত তাঁর ব্যতিক্রমী সেবা কোনওদিন ভুলবে না।

Advertisement

তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় আমরা জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য কর্মীদেরও হারিয়েছি। তাঁরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভারতের সেবা করেছেন। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের জন্য আমার সমবেদনা রইল।’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘তামিলনাড়ুতে আজ একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং ১১ জন সশস্ত্র বাহিনীর সদস্যের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত৷ তাঁর অকাল মৃত্যু আমাদের সশস্ত্র বাহিনী ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। জেনারেল রাওয়াত ব্যতিক্রমী সাহসিকতা ও পরিশ্রমের সঙ্গে দেশের সেবা করেছেন। প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে তিনি আমাদের সশস্ত্র বাহিনীর যৌথতার পরিকল্পনা তৈরি করেছিলেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে তাঁর শোক বার্তায় বলেছেন, ‘আজ গোটা দেশের কাছে একটা দুঃখের দিন। এক মর্মান্তিক দুর্ঘটনায় আমরা হারিয়েছি আমাদের সিডিএস জেনারেল বিপিন রাওয়াত জিকে। তিনি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে আমাদের মাতৃভূমির সেবা করেছেন। উনার দৃষ্টান্তমূলক অবদান এবং দায়বদ্ধতা ভাষায় বর্ণনা করা যাবে না। আমি গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় প্রয়াতঃ মধুলিকা রাওয়াত এবং বাকি ১১ জন সশস্ত্র সেনা আধিকারিকের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই অপুরণীয় ক্ষতি সামাল দেওয়ার জন্য ঈশ্বর তাঁদের শক্তি দিক।’ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিপিন রাওয়াতের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘আজ কন্নুরে মর্মান্তিক দুর্ঘটনায় সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং ১১ সশস্ত্র সেনা আধিকারিকের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। এই অপুরণীয় ক্ষতিতে গোটা দেশ শোকোস্তব্ধ। সাহসিকতা ও ভক্তির সঙ্গে তাঁর দেশকে সেবা করার কথা আমরা সর্বদা মনে রাখব।’

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.