বাংলার খবর
ডাউন শান্তিপুর লোকালের মহিলা কামরায় শ্লীলতাহানীর অভিযোগ! ফেসবুক লাইভ করে সাহায্য চাইলেন যুবতী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও লোকাল ট্রেনের মহিলা কামরায় শ্লীলতাহানির অভিযোগ উঠল। শুক্রবার রাতে শিয়ালদহ গামী ডাউন শান্তিপুর লোকালের মহিলা কামরায় শ্লীলতাহানীর শিকার হলেন এক মহিলা। ওই মহিলা জানিয়েছেন, তিনি শুক্রবার সন্ধ্যা নাগাদ শিয়ালদা থেকে ফুলিয়া গিয়েছিলেন একটি কাজে।
সন্ধে সাড়ে ছ’টা নাগাদ তাঁর কাজ শেষ হয়ে গেলে ফুলিয়া থেকে তিনি শিয়ালদহ ফেরার জন্য ডাউন শান্তিপুর লোকালের মহিলা কামরায় ওঠেন। তিনি যখন ট্রেনে উঠে ছিলেন তখন মহিলা কামরায় অন্যান্য যাত্রীরাও ছিলেন। ক্লান্ত থাকায় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ওই মহিলার অভিযোগ, শরীরে কারও স্পর্শে তাঁর ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখেন গোটা কামরাই ফাঁকা। এবং এক ব্যক্তি তাঁর শরীরে বারবার স্পর্শ করার চেষ্টা করছেন। তিনি বাধা দিতে গেলে ওই ব্যক্তি তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এরপরই ওই ব্যক্তি তাঁর গলার সোনার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। চেনটা সোনার কিনা, তা পরীক্ষা করার জন্য বারবার ওই ব্যক্তি ওই মহিলার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিলেন। একান্ত নিরুপায় হয়ে তখন ওই মহিলা মোবাইল বার করে ফেসবুক লাইভ করতে শুরু করেন। সেই লাইভেই ধরা পড়ে ওই যুবকের ছবি।
ওই মহিলার অভিযোগ, বারবার চেন টানা সত্ত্বেও ট্রেন দাঁড়ায়নি। এরপর ট্রেন শিয়ালদহ স্টেশনে ঢোকার সময় ওই ব্যক্তি ট্রেন থেকে নেমে পালিয়ে যান। তারপরে ওই মহিলা গোটা ঘটনা জানিয়ে শিয়ালদহ জিআরপিতে অভিযোগ জানান। এরপরই ওই অভিযুক্ত যুবককে খুঁজতে তদন্তে নেমেছে রেল পুলিশ এবং দমদম থানার পুলিশ। এই ঘটনায় আবারও লোকাল ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘এটা খুবই একটি দুর্ভাগ্যজনক ঘটনা। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরার চেষ্টা করা হচ্ছে। মহিলা কামরায় নিরাপত্তা আরও জোরদার করতে আমরা রেল পুলিশকে নির্দেশ দিয়েছি।’