মৃত হাতিদের স্মরণসভা ও বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন ঝাড়গ্রামে
Connect with us

বাংলার খবর

মৃত হাতিদের স্মরণসভা ও বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন ঝাড়গ্রামে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিনপুরে মৃত তিন হাতির স্মরণসভা ও তৃতীয় বর্ষের বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হল রবিবার। বহু মানুষ রবিবার ওই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।

২০১৯ সালের ১০ জুলাই ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার সাঁতবাকি গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যু হয়েছিল। তারপর থেকে গ্রামবাসীদের উদ্যোগে প্রতিবছর তিনটি হাতির মৃত্যুর স্মরণ সভা ও বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন শুরু করা হয়। রবিবার তৃতীয় বর্ষ তিনটি হাতির মৃত্যুর স্মরণ সভা ও বাৎসরিক অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ সামিল হয়েছিলেন। গ্রামবাসীরা একত্রিত হয়ে হাতি দেবতাকে ভক্তি ভরে পুজো দেন। পুজোর শেষে গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বহু মানুষ রবিবার ওই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।

জঙ্গলমহলে হাতির তাণ্ডব অব্যাহত। হাতির হামলায় মানুষের যেমন মৃত্যুর ঘটনা ঘটছে, বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটছে তেমন ফসলের ক্ষতি হচ্ছে। তা সত্ত্বেও জঙ্গলমহলের মানুষ হাতিকে দেবতা হিসেবে পুজো করেন। তাই ২০১৯ সালের ১০ জুলাই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে যে তিনটি হাতির মৃত্যু হয়েছিল সেই তিনটি হাতির মূর্তি প্রতিষ্ঠা করে বিনপুর থানার সাতবাকি গ্রামে প্রতি বছর ভক্তি সহকারে দিনটিকে পালন করা হয়। এছাড়াও প্রতিদিন গ্রামবাসীরা হাতির মূর্তিতে গিয়ে পুজো দেন। তবে বছরে একদিন ঘটা করে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে তিনটি হাতির স্মরণ সভা ও বাৎসরিক অনুষ্ঠান করা হয় বলে গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়।

Advertisement