অনলাইন ক্লাস না করে কলেজ যেতে বলায় আত্মঘাতী কলেজ পড়ুয়া!
Connect with us

ভাইরাল খবর

অনলাইন ক্লাস না করে কলেজ যেতে বলায় আত্মঘাতী কলেজ পড়ুয়া!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার কারণে দেশের পাশাপাশি গোটা বিশ্বেই বেড়েছে মোবাইলের প্রতি আসক্তি। ঘরবন্দী মানুষজন আরও বেশী করেই সঙ্গী করে নিয়েছে মোবাইলকে। স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে ক্লাস হওয়ার দৌলতে ছাত্রসমাজও আরও বেশি করে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে।

ছাত্র-ছাত্রীরা যেন মোবাইলে আসক্ত হয়ে না পড়ে, সেই কারণে একের পর এক সচেতনতা বৃদ্ধিমূলক চালানো হচ্ছে সরকারী এবং বেসরকারী উদ্যোগ। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে ক্লাস করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এক কলেজ পড়ুয়া। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুলে গিয়েছে কলেজ। কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের জানানো হয়, তাঁরা চাইলে কলেজে এসে অফলাইন ক্লাসে যোগ দিতে পারেন।

অথবা অনলাইনেও ক্লাস করতে পারবেন। কিন্তু তার পরেও অনলাইনে ক্লাস করতে চাইছিলেন ওই ছাত্রী। বাধা দেন অভিভাবকেরা। সেই অভিমানে আত্মঘাতী হলেন মনীষা অঞ্জু নামে এক পড়ুয়া। বুধবার শ্রীকাকুলামের ‘রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ নলেজ টেকনোলজিস’-এর ছাত্রী অঞ্জুর ঝুলন্ত দেহ তাঁর হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়। অভিভাবকেরা জোর করে কলেজে পাঠানোয় অঞ্জু আত্মঘাতী হয়েছেন বলে দাবি পুলিশের। অন্ধ্রপ্রদেশের কোন্ডাপল্লি বিজয়নগরমের নেল্লিমারলার বাসিন্দা ছিলেন অঞ্জু। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Advertisement