বাংলার খবর
খাদ্যে বিষক্রিয়ায় কলেজ ছাত্রীর মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: খাদ্যে বিষক্রিয়ার ফলে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম তনুশ্রী রায় (২১)। মঙ্গলবার রাত ১১টা নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় একই পরিবারের চারজন আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
মৃত্যুর খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের নাওয়া বাড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খাবার খাওয়ার পর ওই পরিবারের ৫ জন সদস্যের সবার পেটে ব্যথা ও বমি শুরু হয়। এরপর তাঁদের ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ওই হাসপাতাল থেকে পরে তাঁদের স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই মঙ্গলবার রাত এগারোটায় মৃত্যু হয় কলেজ ছাত্রী তনুশ্রী রায়ের। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরিবারের বাকি চার সদস্য- তনুশ্রীর মা নমিতা রায় (৪৪), দাদা অন্যতম রায় (২৬), বৌদি মনীষা রায় (২৩) ও ভাইঝি শ্রুতি রায় (৩)।