বাংলার খবর
ট্রেন থেকে উধাও মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর দুই পিস্তল সহ ব্যাগ, পরে রেল লাইন থেকে উদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কলকাতা পুরসভার ভোটের ফলাফল বের হতেই রবিবার দুপুরে ঝটিকা সফরে অসমের কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিয়ে রবিবার বিকালেই তিনি ফিরে এলেও তাঁর ১২ জন নিরাপত্তারক্ষী বুধবার অসম থেকে ফিরছিলেন ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে।
কিন্তু কোচবিহার স্টেশনে ঢোকার আগেই ঘটে বিপত্তি। ট্রেন পেস্টারঝার পৌঁছাতেই দেখা যায় মুখ্যমন্ত্রীর এক নিরাপত্তারক্ষীর ব্যাগ উধাও। ট্রেন কোচবিহার স্টেশনে ঢোকা মাত্র নিউ কোচবিহার রেল পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনা জানাজানি হতেই নিউ কোচবিহার স্টেশনে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই ব্যাগে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর দুটি পিস্তল এবং গুলি ছাড়াও মোবাইল ও টাকা ছিল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীর যদি চুরি যায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়! তাই নিয়ে উঠছে প্রশ্ন।
যদিও এই বিষয়ে মুখ খুলতে রাজি নন উত্তর পূর্ব রেলের আধিকারিকরা। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে জিআরপি এবং আরপিএফ আধিকারিকরা। উত্তর পূর্ব রেল পুলিশের সাথে যোগাযোগ করে খোওয়া যাওয়া বন্দুক উদ্ধারের চেষ্টা শুরু হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের বি-৪ কামরা থেকে ওই ব্যাগ খোয়া যায়। পরে বিকালে রেল লাইন থেকে ওই ব্যাগ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ব্যাগের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র অক্ষত রয়েছে কিনা তা অবশ্য জানানো হয়নি।