বিশ্বের প্রথম শকুন সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন যোগী
Connect with us

দেশের খবর

বিশ্বের প্রথম শকুন সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন যোগী

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভারতে ক্রমশ কমছে শকুনের সংখ্যা। এই অবস্থায় শকুনের জন্য সংরক্ষণকেন্দ্র তৈরি হয়েছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগামী ৩ সেপ্টেম্বরের এই সরক্ষণকেন্দ্রের উদ্বোধন করবেন।

জানা গিয়েছে, সংরক্ষণকেন্দ্র তৈরি হয়েছে মহারাজগঞ্জের ফারেন্দায়। এই সংরক্ষণকেন্দ্রের জন্য রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে। বরাদ্দৃত অর্থের পরিমাণ ৩৫ কোটি টাকা। চলতি বছর রাজ্য বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উল্লেখ করেছিলেন এই সংরক্ষণকেন্দ্রের কথা।

এই সংরক্ষণকেন্দ্রের সঙ্গে রাজ্য বনদফতর সাহায্য চেয়েছে বম্বে ন্যাচরাল হিস্ট্রি-র কাছে। সংস্থা রাজ্য সরকারকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। জানা গিয়েছে, ৩৫ (35 crores) কোটি টাকা খরচ হবে ১৫ বছর ধরে। প্রথম দফায় সাত কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। কী কী থাকছে এই সংরক্ষণকেন্দ্রে?

Advertisement

আরও পড়ুন: New GST 2022: দাম বাড়ছে প্যাকেটজাত খাবারের, জানুন নতুন দাম…

এই সংরক্ষণকেন্দ্রে থাকছে শকুনের চিকিৎসার জন্য একটি হাসপাতাল(hospital) । ল্যাব। থাকছে নজর ক্যামেরা । প্রকল্পের নাম দেওয়া হয়েছে জটায়ূ। তিন ধাপে কাজ হবে এই সংরক্ষণকেন্দ্রে। প্রাথমকিভাবে স্থির হয়েছে তিনটি উচ্চপ্রজাতির শকুন এখানে নিয়ে এসে প্রজনন ঘটানো হবে।

আরও পড়ুন: বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা, মোদি-শাহকে সঙ্গে নিয়ে মনোয়ন পেশ ধনখড়ের

Advertisement

রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, আগামী ১৫ বছরের মধ্যে এই সংরক্ষণকেন্দ্রে শকুনের সংখ্যা দাঁড়াবে ১৫০ থেকে ১৮০। এর মধ্যে অধিকাংশই বিরল প্রজাতির। প্রকল্পের নাম দেওয়া হয়েছে সেভ জটায়ু । রাজ্য সরকারের এই প্রকল্পের কথা ইতোমধ্যে প্রচারিত হয়েছে। স্বাভাবিকভাবে রাজ্যবাসীর মধ্যে তৈরি হয়েছে কৌতুহল।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.