রাজনীতি
শ্রীলঙ্কার থেকেও ভারতের অর্থনীতি খুব খারাপ: মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘শ্রীলঙ্কার থেকেও ভারতের অর্থনীতির অবস্থা খুবই খারাপ।’ কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একগুচ্ছ অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ” শ্রীলঙ্কায় কি হচ্ছে তা জানার দরকার নেই। শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কাতেই। ভারতের অর্থনীতিরও খুব খারাপ অবস্থা। লাগাতার বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দাম। বেড়েছে গ্যাসের দামও। জিএসটি বাবদ টাকা দেওয়া হচ্ছে না রাজ্যগুলিকে। অসম থেকে কয়লা আসছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে গরু আসছে। কেউ কেউ তা বাংলাদেশে পাঠাচ্ছে কিন্তু যাচ্ছে বাংলা হয়ে।”
আরও পড়ুন: ‘আমাদের রাজ্য দিয়ে কয়লা-গরু নিয়ে যেতে দেব না’, কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
তিনি বলেন, ”GST বাবদ রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। সবকিছুতেই রাজনৈতিক ফায়দা খোঁজার চেষ্টা করছে কেন্দ্র। একটা কিছু হলেই তার সত্যতা যাচাই না করেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হচ্ছে। সিবিআই, ইডি সব জায়গায় নির্দেশ দিয়ে চালানোর চেষ্টা BJP-এর। বিজেপি শাসিত রাজ্যগুলিতে শুধুই অন্ধকার। বিজেপি ১৫ লাখ টাকা দিয়েছে? সবকিছুতেই ED,CBI-কে ব্যবহার করা হচ্ছে। BJP আপনারা বোকা, CPM দিচ্ছে ধোঁকা।”
আরও পড়ুন: ‘BJP আপনারা বোকা, CPM দিচ্ছে ধোঁকা’: মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি আরও বলেন, ”দেশের প্রয়োজনে বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলিকে ব্যবহার করা উচিত। দেশের যা অবস্থা তাতে কেন্দ্রের উচিত আলাদা আলাদা করে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা। দেশের অর্থনীতি এই মুহুর্তে শ্রীলঙ্কার থেকেও খারাপ। কেন্দ্রের উচিত বিভেদ না বাড়িয়ে সবাইকে কাজে লাগিয়ে একসঙ্গে কাজ করা। কিন্তু তা না করে কেন্দ্র রাজ্যের বদনাম করার চেষ্টা করছে। ঝাড়খণ্ডের GST বাবদ প্রাপ্য টাকা দেয়নি কেন্দ্র। তা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে বলেছেন। শুধু ED,CBI পাঠিয়ে ভয় দেখানো হচ্ছে। আমি সমস্ত বিরোধি দলগুলিকে চিঠি দিয়েছি। দয়া করে দেশলাই জ্বালাবেন না। বাংলা ভারতের বাইরের অংশ নয়। সবকিছুর দাম বাড়ানো হচ্ছে। বাড়ছে গ্যাসের দাম। ইউক্রেন থেকে ১৭ হাজার পড়ুয়া দেশে ফিরেছে। বাংলার ছয়জন পড়ুয়াকে আমি ইঞ্জিনিয়ারিং-এ ভরতি করে দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু ইউক্রেন ফেরত পড়ুয়াদের দেশে পড়ানোর ব্যাপারে কেন্দ্রের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাইনি।”