বাংলার খবর
পরিকল্পিত দুর্যোগ তৈরি করছে কেন্দ্রীয় সরকার, তোপ মমতার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রের সরকার। মুখ্যমন্ত্রীর অভিযোগ পেট্রোল ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। বেড়েছে ওষুধের দাম। ৮০০ জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে।
এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ”কেন্দ্রীয় বিজেপি সরকার পরিকল্পিত দুর্যোগ তৈরি করছে। মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।
করোনার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। রাজ্য গুলোর অবস্থা খারাপ হচ্ছে। রাজ্যগুলো মাইনে টাইনে সব আগামী দিনে দিতে পারবে কিনা সন্দেহ রয়েছে। জিএসটি কম্পেন্সেশন পাঁচ বছর বাড়াতে হবে।”
এদিন তিনি বলেন, ”সবকিছুতেই সেস লাগিয়ে দিচ্ছে কেন্দ্র। টোল ট্যাক্স দিচ্ছে না। যারফলে রাজ্যের হাতে কিছুই থাকছে না। পাঁচ রাজ্যে নির্বাচনের পর রিটার্ন গিফট এটা। ১৭ দিনে ১৪ বার জ্বালানির দাম বেড়েছে। ১৭ দিনে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ১০.০৪ টাকা। বেড়েছে গ্যাসের দামও। জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে রান্নাঘরে আগুন জ্বলছে। তবুও কেন্দ্রের সরকার এর কিছু করছে না।”
আরও পড়ুন: GST বাবদ প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র, মমতার নিশানায় মোদি সরকার
অন্য রাজ্যগুলিতেও কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে GST বাবদ টাকা। আশাকরি সেই টাকা কেন্দ্র দ্রুত মিটিয়ে দেবে। কেন্দ্রীয় বিজেপি সরকার পরিকল্পিত দুর্যোগ তৈরি করছে। মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। বেড়েছে ওষুধের দাম। ৮০০ জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে।”
আরও পড়ুন: নবম দশম শিক্ষক নিয়োগ মামলাতেও CBI তদন্তের নির্দেশ
এছাড়াও এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী টোল ট্যাক্স নেওয়া বন্ধ করা হোক এবং কেন্দ্রের কাছে সব রাজ্যের GST-এর ক্ষতিপূরণের মেয়াদ বাড়ানো ও প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।