GTA- এর শপথ গ্রহণের অনুষ্ঠানে পাহাড়ে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর
Connect with us

বাংলার খবর

GTA- এর শপথ গ্রহণের অনুষ্ঠানে পাহাড়ে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: GTA-র শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে ম্যাল চৌরাস্তায় এই শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমেই শপথ নেন BGPM প্রধান অনীত থাপা। তারপর একে একে মোট ৪৫ জন্য সদস্য এদিন শপথ নেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”পাহাড়ে উন্নয়ন চায়, শান্তি চায়। পাহাড়ের উন্নয়নের জন্য GTA নির্বাচন। পাহাড়ে শান্তি থাকলে অর্থনীতি ভালো হবে। সেই কারণেই পাহাড়ে জিটিএ চায়। পাহাড়ের মানুষ যা করতে পারেন, অনেকেই করতে পারেন না। এত শান্তিতে ভোট পাহাড়ে আগে কোনওদিন হয়নি”।

আরও পড়ুন: খুন হয়নি আনিস খান, দাবি SIT-এর চার্জশিটে

Advertisement

তিনি আরও বলেন, ”পাহাড়ে শান্তির জন্য GTA নির্বাচন। পাহাড়ে যারা ফুটপাথে ব্যবসা করেন তাঁদের দোকান করার পরিকল্পনা। কালিম্পং, কার্শিয়াংএও উন্নয়ন হবে। মিরিকের জন্য ইকো ট্যুরিজম প্রকল্প তৈরি করতে হবে। শপিং মল হবে, ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। ১০ বছরে GTA-তে ৭ হাজার কোটি টাকা দিয়েছি। মংপোতে হিল ইউনিভার্সিটি হবে”।

আরও পড়ুন: নির্বাচনী প্রচারে রাজ্যে NDA প্রার্থী দ্রৌপদী মুর্মু, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

মুখ্যমন্ত্রী বলেন, ”দার্জিলিং-এ শিল্পের প্রচুর সম্ভাবনা আছে। দার্জিলিং-এর আরও উন্নয়ন হবে। এখানে সবকিছু বাস্তবায়িত করা হবে। চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে। দার্জিলিং-এ নতুন শহর, শপিং মল, ইন্ডাস্ট্রিয়াল হাব, রেস্তরাঁ তৈরি করা হবে। দার্জিলিং-এ চা বাগান হোম-স্টে তৈরি করা হবে। জল সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। পাহাড়ে শান্তি বজায় থাকলে আইটি ইন্ডাস্ট্রিকে এখানে আসতে অনুরোধ করব। পাহাড়ে অশান্তি হতে দেব না। পাহাড়ে পর্যটক অনেক বেড়েছে। বাংলা সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা। দার্জিলিং এ পানীয় জলের প্লান্ট তৈরি করা হবে”।  

Advertisement