রাজনীতি
রাজ্যের প্রশাসনিক কাজকর্মকে ডিজিটাল করতে বাংলার আই ক্লাউড ও ইন্টিগ্রেটেড পোর্টালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা ও কাজকর্মকে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসতে বিশেষ উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উদ্বোধন হল বাংলার আই ক্লাউড এবং ইন্টিগ্রেটেড পোর্টালের। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের ১৫ টি পৃথক পৃথক দফতরের যে বিভিন্ন অনলাইন পরিষেবাগুলি রয়েছে, তা দেখে সেই মতো আবেদন করতে পারেন নতুন উদ্যোক্তারা।
এই পোর্টেলের মাধ্যমে রাজ্যের ওই ১৫ টি দফতরের প্রধানরা দেখতে পারবেন, কোন জায়গায় ক’টি আবেদন পড়ে রয়েছে। এর পাশাপাশি, কোনও উদ্যোগপতি বা কোনও নতুন উদ্যোক্তার কোনও বিষয়ে অভিযোগ জানানোর থাকলে, বা কোনও পরামর্শ দেওয়ার থাকলে তা এই স্টেট ইন্টিগ্রেটেড পোর্টালের মাধ্যমে করা যাবে। আর এই সবকিছুই দেখতে পাবেন সংশ্লিষ্ট দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিরা। বুধবার নবান্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। তিনি জানিয়েছেন, এই পোর্টালে সব মিলিয়ে মোট ১০০ টি অনলাইন পরিষেবা পাওয়া যাবে। এর মধ্যে ৬৬ টি রয়েছে রাইট টু পাবলিক সার্ভিস আইন অনুযায়ী।
এদিন স্টেট ইন্টিগ্রেটেড পোর্টাল ছাড়াও এদিন উদ্বোধন হয় আই ক্লাউডের। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতর থেকে বহু সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। জন্ম ও মৃত্যুর শংসাপত্র থেকে শুরু করে তফসিলি জাতি ও উপজাতির শংসাপত্র, স্বাস্থ্য সাথীর সার্টিফিকেট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স– সব এই আই ক্লাউডে এক জায়গায় রাখা থাকবে। এটিকে এক ধরণের ডিজিটাল লকারের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ব্যাঙ্কে যেমন লকার থাকে, তেমন এটাও সরকারের একটা লকার। লকারে টিপলেই সব পেয়ে যাওয়া যাবে। যাতে মানুষকে এই সমস্ত শংসাপত্র পেতে এখানে–ওখানে ঘুরতে না হয়, সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। বাংলা আই ক্লাউডের নামকরণ এবং লোগো উভয়ই তৈরি করেছেন মুখ্যমন্ত্রী নিজেই।